
নুড়িপাথরের মহোৎসবে আমি অনাকাঙ্ক্ষিত হতে গিয়ে ফিরে এসেছি
সুতোয় সুতোয় বোনা কাশফুল আর নর্তকী বেহুলার সস্তা হাহাকার ,
তারস্বরে চারপাশে বিষাক্ত কেউটে আর বেহালার বিষ ,
নগ্ন আগুনের ছাপ আর কালো কালো মুখোশের ভিড়ে ।
আমি সামাজ্যবাদের দালাল হতে গিয়ে ফিরে এসেছি ।
পশুগন্ধী মুখোশ আমাকে নগ্ন করে আমার উরুসন্ধিতে মুখ লুকায় ,
তার লালসার বাসরে বাসবদত্তা না হয়ে আমি ফিরে এসেছি ,
ডাস্টবিনে মুখ লুকায় সদ্যপ্রসূত জারজ , আমি তার মুখের প্রথম বুলি
হতে পারতাম , পৃথিবীর প্রতি তার প্রথম গালি হতে পারতাম ।
আমি মাতাল না হয়ে , পাগল না হতে পেরে জনসমুদ্রে ফিরে এসেছি ।
মানুষ মরণশীল কোন কীট , মানুষ ভীতু কোন কীট , অহর্নিশ ;
তাদের ক্ষুদ্রতা আমার দেহ লীন করে হারিয়ে গেছে দূরে , রাস্তায় রাস্তায়
আমি হাজারো চোখের গণিকা হতে পারতাম , আমি নখর
হতে পারতাম , আমি রক্তমাখা জামা টেনে টেনে ছিড়েঁ ফেলতে পারতাম
আমি কিছুই না হতে পেরে একরাশ রক্তজমা থুথু হয়ে ফিরে এসেছি ।
জয়োল্লাসে মাতো , জারজসন্তান ।