
ধূলোজমা কোন শঙ্খনীল মানুষের মুখের দিকে চেয়ে নিষ্পলক,
অথবা বুক খামচে ধরা কোন বুভূক্ষু হাতের আবরণে জড়িয়ে ,
অনেক অন্ধকার অন্তরালে , যতই গভীরে যাই ।
যতই দেখি বায়োস্কোপে চলে যাচ্ছে , স্লো মোশন ছায়াছবির মত ,
জলিল মাস্টার , ব্ল্যাকবোর্ড আর সবুজ মাঠ , আঁজলা চোখের মত দূরে
দেখি মুখোশের শহর , কোন বুনো কাকের আর্তনাদে ভারি বাতাস,
বারুদে আর বাষ্পে , কোথায় জ্বালা করে চোখ , এ আমি কোথায় এলাম ?
সেই শিউলি বেলা , সেই নিয়নের আলোয় মুঠোয় দু:সাহস বোনা ,
দিক দিগন্ত ছড়িয়ে নিয়তির মত কিছু ব্যস্ত সড়ক , কিছু অন্ধকারে ফিসফাস
কিছু জমাটবেঁধে থাকা অনুভূতি , বলা হয়নি কিছুই ।
ছিঁড়ে ফেলি নিজেকে বারংবার , ফেলে দিই দূরে ডাস্টবিনে ,
মানুষ নামে হয়তো এই শহরে কখনোই কেউ ছিলো না ।