
মেঘের ব্যারিকেড সরিয়ে নিঃশেষ কোন ব্যালকনি ,
শুকনো চেয়ার অথবা পুরনো এ্যাশট্রে ....
রূপোলি চোখের মানুষদের আমি বদলে যেতে দেখেছি ,
দেখেছি ধূসর ফ্রেমে , কোন সময়কে দুহাতে আঁকড়ে থাকতে ।
কোন কোলাহল নেই , নেই কোন হুইসেল ,
লাল কোন গোলাপ নেই ন্যাক্কারজনক .... আমার মস্তিষ্কে
শুধু বুদ্বুদের মত বেহুলা সুতো সাপের স্মৃতি ,
কোন কিশোরীর ভয়ার্ত চোখ , যেন বুনে দিয়েছে কেউ নতুন ফসলের মত ।
কোন দীর্ঘশ্বাসের অপেক্ষায় নেই কেউ , অনেক পাতা পৃথিবীর ,
একটি কবিতার আর্তনাদে , কার কি আসে যায় ?