
কখনো আয়নায় দানব দেখেছ ?
কখনো কি তোমার নি:শ্বাসের শব্দ তোমাকে শুনিয়েছে কোন সহসা আর্তনাদ ,
ভিজে দরোজায় কখনো নিজের ছায়াকে মানুষ ভেবে ভুল করোনিতো ?
দ্বিপান্বিতা .... তোমার হাতে কেন কাঁচ ফুটে আছে ফুলের মতন ?
মেঝের বুকে কোন তুলিতে আঁকি তোমার জলচ্ছ্ববি , ঝাপসা জোছনায় রগড়াই চোখ
কোন দানবের ভালোবাসার দিকে পথ চেয়ে , আমার দিনগুলি বোকা শিউলির মত
ঝরে যায় অবহেলায় ... কোন কাঁচখন্ডকে বুকে জড়িয়ে থাকি , পথচিহ্ন ভেবে
আর একচি বোতলভরা অর্কেস্ট্রায় টুংটাং সুর সমাহিত ।
কথনো আয়নায় দানব দেখেছো , মেয়ে ?