
কোন বাহুস্রোতে দ্রোহের পরমাণু ভেসে চলে
কিবা বলে রুদ্ধস্বর , নির্বাক নিষ্প্রাণ দেবতা কোন,
অথবা ক্লাশশেষে বেহালায় হুইসেলের শব্দ , কোন আকাশে পাখি
হয়ে জমাট , দৃঢ় একজন মৃত মানুষ ।
কখনো তোমাদের মত হতে চায়নি , তবু্ও তোমাদের বুলিতে
তোমাদের স্ফিত উদর আর তীক্ষ্ণ স্তনের ব্যাকরণে , কোন
একলহমায় , ঠোঁটে লোনা স্বাদ পায় শ্বাপদের নখ ,
কোন অস্তিত্বরহিত রাত লালসা শেখায় সযত্নে ।
স্রোতের খন্জর আর কবিতার সিগ্রেটে পোড়া রাতগুলি
ক্ষত আর ক্ষত নিয়ে জ্বলতে থাকে মদ্যপ হয়ে
আমি মানুষ দেখি , পোড়া খবরের কাগজের পাতাজুড়ে
বুকে চেপে , যেন উড়ে গেল পাখি ।
অমানুষ হতে পেরে যেন সে খুব আনন্দিত আজ ।