
ইস্পাতের মত কারো চোথে ভয় চকচক করে , সুগম্য সুহৃদ ,
পিস্তলের মত হাত , ভাঙা চাঁদ বুনে বুনে ক্লান্ত মেঘগুচ্ছ ,
অথবা অযথাই সাঁই সাঁই ছুটে চলা আলো ... কোথাও মাটি '
আর শার্টের আস্তিনে গুঁজে রাখা নিষিদ্ধ কোন ইশতেহার ।
আমি আমার মাটিকে কারো কাছে বিলিয়ে দিইনি ,
আমি আমার হৃদয়কে রেখেছি এখনও তোমার জন্য উন্মুখ ।
এই মৃত্তিকার প্রতিটি বিন্দু আমাকে চুম্বকের মত আকর্ষণ করে ,
এই বিষাক্ত পতিতানগরের প্রতিটি ল্যাম্পপোস্ট , প্রতিটি স্বার্থভেজা ,
পাশব মুখ আমার আপন , এরাই আমার মানুষ , আমার আপনজন ।
যখন আমরা ভাতের মুঠোর জন্য দাঁত খিঁচিয়ে বসে থাকি ,
তখন কোথাও অশ্রুত হয় যুদ্ধের হুইসেল , যখন আমাদের লাশ
পড়ে থাকে মর্গের বিবমিষা বারান্দায় , কোথাও ঘোষিত হয় স্বাধীনতা ,
যখন আমাদের মা-বোন ধর্ষিত হয় মুখচেপে , যখন আমাদের বুকের
পাঁজরের উপরে চলে যায় কোন জলপাই ট্যাঙ্ক , তখনি কোখাও
মুহুর্মূহু শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ ।
নিমতলার মোড়ের ভিক্ষুক মনসুর মিয়া জোছনা দেখে,
পাটুয়াটুলির বদরুল জোছনা দেখে ,
আমাদের নষ্ট চোখে বিষ , আমাদের গলায় জমে আছে চিৎকার ,
তবুও বুকে ঘূণপোকা নিয়ে আমরা স্বপ্ন দেখি ।
বিজয় আসবে , একদিন বিজয় আসবে ।
উৎসর্গ : প্রিয় বন্ধু নুসরাত জাহান চামেলীকে , যার ভালোবাসা অতি বিরক্তিকর ও অতি বিরক্তিকর
ছবি : আবদুল্লাহ আল মামুন স্যারের অ্যালবাম থেকে অনুমতিব্যতীত নেয়া , স্যারের কাছে ক্ষমাপ্রার্থনা করে নিচ্ছি
