বদলে গেছে, মাঠের বুকে , কুয়াশামোড়া ,
হলুদ আলো , ইশকুলেতে প্রহর গোণা ,ভোকাট্টা মন
বদলে গেছে , বিনিদ্র রাত , আমার শহর ।
নষ্ট রোদের পোড়া জালে , আটকে পড়া
সময়সুতোয় অন্ধ চোখে , বদলে গেছে
অজস্র ক্ষণ , কোথায় যেন থমকে গেছে , বদলে গেছে ।
বকুল বুকে এগিয়ে নদী , সবুজ শালিক
কোথাও ভাঙা দূরবীণেতে , ঝাপসা আলোয় , বিভোর লাগা ,
রত্নভাঙা দস্যু হয়ে , বদলে গেছে , গোপন কিছু ।
সেই জোছনার কাজল হয়ে , বদলে গেছে ,
অবিকৃত , মাছের খোলস , রক্তপায়ে , বৃষ্টিভেজা
বর্ষা , তুমি আর আসোনা ?
জানালাজুড়ে , আগলে থাকা , বিষের মায়া ,
কোথাও কোন নদীর বুকে , একটু আলো , কাঁচের চুড়ি,
বদলে গেছে , মৃত্যু যেমন ।
বাষ্পভেজা আমার চোখে , বদলে গেছে আমার আকাশ ।
সেই আ্কাশে অনেক পাখি , বদলে যাওয়া ।