
মৌনকথা
ইমরান মাহমুদ
নিস্তরঙ্গ জলে আর কোন আলোড়ন উঠুক, চাই না
নিঃসীম স্বচ্ছ আকাশে মেঘের আনাগোনা হোক, চাই না
রাতের নিঃশব্দ, নিঃস্তব্ধ মৌনতা ভেঙ্গে যাক, চাই না
মধ্যদুপুরের নীরবতা ভাঙুক কোন কর্কশ চিল, চাই না
বন্ধ এ জানালা বন্ধ হয়েই থাক।
গহীন গভীর কালো জলে ছলকে উঠুক কোন মাছ, চাই না
সবুজে ছাওয়া ধানের খেতে আসুক মাতাল হাওয়া, চাই না
শোকাতুর জনমন্ডলীতে গর্জে উঠুক কোন বজ্রকণ্ঠ, চাই না
শান্ত পর্দায় লাগুক কোন পাগলা হাওয়ার নাচন, চাই না
বন্ধ এ দরজা বন্ধ হয়েই থাক।
অনাবিল নীরবতা ঢেকে দিক চারপাশ
অশেষ অপেক্ষা গ্রাস করে নিক সময়কে
স্থবিরতায় ঢেকে যাক সমস্ত কোলাহল
বন্ধ এ হৃদয় বন্ধ হয়েই থাক।
[রচনাকাল - ২৫ জানুয়ারী, ২০১২]
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৩