আমি নাস্তিক, আমি সগর্বে ঘোষনা করছি আমি নাস্তিক।কারন নাস্তিকতা আমাকে দিয়েছে পাপ পুন্যের হিসাব বিহীন মুক্ত নিশ্বাসের স্বাদ,আমাকে দিয়েছে দোযোখের আগুনের ভয় মুক্ত যুক্তি ও বাস্তবতার নিরিখে গঠিত একটি সুন্দর স্বাস্থকর পৃথিবী,যেখানে আমার কল্পনারা পেতে পারে তাদের পরিনতি স্বপ্নরা পেতে পারে বাস্তবতার রং,যেখানে কেউ আমার স্বপ্ন গুলিকে চাপাতি হাতে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় না।সেখানে কেউই আমার কল্পনা,ব্যাক্তিগত মতবাদকে চায় না হেমলক পান করিয়ে তাদের হত্যা করতে।মৃতপ্রায় অযৌক্তিক ধর্মীয় শিকলে আবদ্ধ আমার মানবিক গুলিকে নাস্তিকতাই দিয়েছে অসিম এই আকাশে উড়ার ঢানা,ধর্ম যেখানে আমাকে অন্য ধর্মালম্বী আমার প্রানপ্রীয় বন্ধুটিকে ত্যাগের কথা গেলাতে ব্যাস্ত সেখানে নাস্তিকতাই আমাকে শিখিয়েছে মানুষকে আপন করে নিতে,ধর্মীয় মিলামিলের নিরিখে নয়,বরং মানবিকতা ও ভালোভাষার নিরিখে।পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আজ আমি ভালোবাসি এবং সবাইকেই আপন করে নিতে চাই কাউকেই আজ আমার বন্ধুরুপে গ্রহন করতে বাধা নেই কারন আমি নাস্তিক।একসময় সর্বদা পাপ পুন্যের হিসাব কষে সদা হীনমন্যতায় ভোগা আমার নিস্পাপ মনটি আজ নাস্তিকতার কারনেই পেয়েছে মুক্তির স্বাদ।অবাদ যৌনক্রিয়ায় আমি বরাবরই রুচিহীন,শুধু চাই প্রিয়তমার হাতটি ধরে এক পশলা বৃস্টিতে ভিজতে,তাই আক্ষরিক অর্থে ৭২টি হুর আমাকে আকর্ষিত করেনা।ঠিক তেমনই আমি একটি লিঙ্গাকৃত পাথরে দুধ ঢেলে পুন্য অর্জন অথবা সৌদি গিয়ে কথিত শয়তানকে পাথর মেরে নেকি হাসিলের পক্ষপাতি নই।এই সবই আমার কাছে অপচয় অর্থ,খাদ্য এবং সময়ের,বরং আমি এই জীবন ধারনে মুল্যবান বস্তুগুলি কোনো সাহায্য প্রার্থিকে দিয়ে তাকে সাহায্য করাতেই আগ্রহি।
আমি মানুষ
আমি মানুষ ছিলাম
আমি মানুষ আছি
আমি মানুষ থাকবো
অন্তহীন রাকিব......