শিরোনাম লেখার অনেক চেস্টা করলাম,একের পর এক লিখছি,আবার মুছে ফেলছি,লেখার সময় ভালো লাগলেও লেখার পর তা দেখে অকারনেই যাচ্ছি রেগে,অবশ্য অকারন এই রাগের কারন আমি জানিনা,যদিও আজকাল আমার সাথে ঘঠে যাওয়া অনেক কিছুরই উত্তর আমি জানিনা,আর তা জানতেও ইচ্ছা করেনা,কিন্তু তা অবশ্য আমি মেনে নিচ্ছি,আজকাল সবকিছু অকাতরে মেনে নেওয়াটাও আমার চরিত্রের একটি গুনগত বৈশিস্টে পরিনত হয়েছে।
অবশেষে শিরোনাম নামক পদটি করে দিলাম "শিরোনামহীন" যদিও আমাদের সম্পর্কটিও শিরোনামহীন, তাছারা শিরোনাম নিয়ে পড়ে থাকলেতো আর অনুভুতিগুলো লেখা হবেনা,আর এমন বৃস্টিওতো রোজ হয়না।জানো ঐন্দ্রিলা,বাইরে বৃস্টি হচ্ছে আমি যদিও ঘরের মধ্যে,তবুও আমি ভিজছি।তুমিকি জানো!!, আমি প্রথম কবে ভিজেছিলাম এই শিতল বৃস্টিতে?? কবে এই মাতাল হাওয়া পাগল করেছিল আমায়?? জানো না,হয়তো জানতেও চাওনা,কিন্তু আমার অক্ষমতা দেখো!! আমার জীবনের তীব্র আকাঙ্খা গুলির একটা তোমাকে নিয়ে বৃস্টিতে ভেজা হলেও আমি তোমাকে তা আজও জানাতে পারিনি।জানো ঐন্দ্রিলা এই স্বপ্ন এই আকাঙ্খা বুকে নিয়ে আমি ঘুরছি আজ ছয় বছর,হা! হা! কি বিশ্বাস হচ্ছেনা বুঝি!!! তবুও তা সত্যি।আমি চেস্টা করিনি তা নয়,করেছিলাম সম্ভবত অনেকটা দেরি করে ফেলেছিলাম,কিন্তু আমার কি আর করার ছিল বল,একদিকে তুমি একদিকে.......
জানো ঐন্দ্রিলা খুব কস্ট হয়,মাঝে মাঝে খুব কান্নাও পায়,কিন্তু আমি কাঁদতে পারিনা।যারা কাঁদতে পারেনা তারা নাকি খুব দুর্বল হয়,হয়তো আমি দুর্বল।কিন্তু জানো তুমি,আমি দুর্বল ছিলাম না,দুর্বল হয়েছি তোমাকে ভালোবেসে।কিছুটা পাগলামি কিছুটা ভালোলাগা আর তা থেকেই শুরু আমাদের একপাক্ষিক ভালোভাসা। ঐন্দ্রিলা আমি তোমাকে ভালোবাসি,আমার কাছে যদি ভালোবাসা পরিমাপের কোনো যন্ত্র থাকতো তাহলে হয়তো পরিমাপ করে বলতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি।যেহেতু তা নেই তাই তোমার প্রতি আমার ভালোবাসা পরিমাপহীন।জানো ঐন্দ্রিলা!!সেই দিনের পরও আমি স্বপ্ন দেখি,স্বপ্ন দেখার ফাঁকেইতো একদিন ভালোবেসেছিলাম তোমাকে।আজ অভিমানি মনের কাছে হার মেনে সেই স্বপ্নের প্রধান চরিত্রা হয় অন্যএক অপরিচিতা ভালো মেয়ে,আমার সেই স্বপ্নের দু একটি অংশেই হয়তো তুমি থাকো,কিন্তু তুমিকি জানো ঐন্দ্রিলা তোমাকে স্বপ্নের সেই দুএকটি অংশে দেখার জন্যই আমার পুরো স্বপ্নটা সাজানো।আমার স্বপ্নে বাস্তব শুধু তুমি আর আমি আর তোমার প্রতি আমার অকারন অভিমান,আমার প্রতি তোমার ভিত্তিহীন ধারনা।বাকি চরিত্র এবং তাদের ক্রিয়াকলাপ গুলিতো শুধুই অলিক কিছু কল্পনা আমার কল্পনাবিলাসি মস্তিক্যের।
আজ থেকে আমি আমার কিছু অভ্যস চিরতরে ছেরে দিচ্ছি,আজ তোমাকে আমার খুব প্রয়োজন,প্রয়োজন তোমার ভালোবাসার সেই অসিম শক্তির যার থেকে যাওয়া আমার পক্ষে অসম্ভব।
তুমিকি আসবে?
আমি অপেক্ষায়.....................