১০/৫/২০১৬ রাত ১২.০০
একাত্তরের অন্যতম ঘৃন্য নরপশু যুদ্ধপরাধী মতিউর রহমান নিজামির ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরনীয় দিন হিসেবেই ইতিহাসের পাতায় যায়গা করে নিল তা বলার অপেক্ষা রাখেনা।কাল রাত থেকেই বাংলাদেশ তথা সারা বিশ্বে অবস্থানরত বাঙ্গালী খুশিতে মাতোয়ারা,মিস্টি বিতরন,নিউজ মিডিয়ার ফাঁসি কার্যকর করার এবং এই সংক্রান্ত খবরগুলি অবিরাম সম্প্রচার দেখে আমি নিজেও আবেগে আপ্লুত,বার বার মনে পড়ছে শাহবাগে এই নরপশুদের ফাঁসির দাবিতে অবস্থান নেওয়ার সময়ে কাটানো সময় গুলির কথা।
কিন্তু সেই সাথেই ঘুরে ফিরে মনে আসে কিছু প্রশ্ন-
অতিতের নরপশুর ফাঁসিতো হল,কিন্তু বর্তমানের নরপশু চাপাতি জিহাদিদের ফাঁসি কবে হবে??
জিহাদিদের হাতে নৃশংসভাবে খুন হওয়া প্রত্যেকটি ব্লগারের প্রিয়জনদের চোখের জল কবে মুছবে??
যার জন্য একাত্তর,যার জন্য আমার বাবার প্রান মায়ের সম্ভ্রম,সেই ধর্মনিরুপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ শুধুই কি আমার দিবাস্বপ্ন???
কবে পাবো ওয়াশিকুর,অনন্ত,অভিজিত,রাজিব,দিপন,নাজিম,নিলয় হত্যার বিচার???
মুক্তচিন্তকদের বিরুদ্ধে সংগঠিত এইসব নৃশংসতার শেষ ই বা কোথায়?? কোথায় স্বাধারন মানুষের শিক্ষকদের নিরাপত্তা???
কবেই বা কথিত সেকুলার শাসকদলের নেতা মন্ত্রিদের র্যাডিক্যাল এবং দায়িত্বজ্ঞ্যানহীন বানি প্রচারের মাধ্যমে দেশের সর্বস্থরের মানুষের ব্যাক্তিস্বার্থ মৌলিক অধিকার হরন বন্ধ হবে???
সর্বপরি কবে পাবো আমরা প্রকৃত স্বাধীনতা????
জানিনা আমি কিছুই জানিনা.........
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ সকাল ১১:১৪