- আদনান সিকদার।
--------------------------------
আবার দেখা দাও কবিতা হয়ে
নীল হয়ে যাওয়া আকাশটাতে
ফুঁটে উঠুক তোমার সব দু:খগুলো
তাঁরা হয়ে।
আমি গভীর রাতে আধো নিভু নিভু
প্রদীপ হয়ে ঘুমিয়ে যাবো
চোখের তাঁরায় এক ফোঁটা জল হয়ে
সূর্য় উঠার আগেই শুকিয়ে যাব।
আবার দেখা দাও সোনালী রোদ হয়ে
মধ্য দুপুরে পূর্ণিমার চাঁদ হয়ে
আমি মদ্যপ্যে’র ন্যায়
এলো মেলো পায়ে হেঁটে যাব
তোমার স্মৃতিতে হারিয়ে যাওয়া
কানা ঐ গলিটাতে।
আবার দেখা দাও দুঃস্বপ্ন হয়ে
মধ্য রাতে র্নিঘুম সঙ্গী হয়ে
ঈশ্বরহীণ নাস্তিক হৃদয়ে
কুকড়ে যাওয়া পাঁজরের হাড়ে
প্রিয় মানুষ হবার অভিনয়ে
তোমাতে ও ঈশ্বরেতে
ঘৃণা হয় এখন বারংবার।