নীলা আর আসেনি,
কেন জানি নীলা হঠাৎ সংসার হয়ে গেল,
আমার ভালবাসা হয়ে গেল হিসেব।
ঘর খুঁজছিল নীলা,
খুঁজছিল,চাল ডাল আতুড়ের আকাশ,
আমি চাই নি হতে,
সংসার খেলায় আরেক সংসার।
মনে হতো,স্বপ্ন যখন সূর্য দেখে,
হয় হাসি কান্নার প্রতিদিন,
ভালবাসা তখন শুধুই মাংসের স্বাদ,
রংধনুর হাসিতে আসে,মাপকাঠির দুপুর।
ঝর্না হাসির নীলা এখন,
সংসার খেলায় আরেকটা মুখ,
শাড়ী হাড়ির গল্প আরেক,
পান্তা স্বাদে ইলিশের স্বপ্ন।
আমি খুঁজেছি ভালবাসা,
খুঁজেছি নীল পদ্মের আকাশ রথ,,
হতে চাই নি স্বপ্ন হারানো আরেক মুখ,
বেঁচে থাকার প্রতিদিন।
আমি আজও ভালবাসা খুঁজি,
আজও খুঁজি স্বপ্নপুরীর আকাশ,
ছিটকে আসে নীলার কান্নাএ চ্চোখ,
‘অসাধারন হতে চাস ভালবাসায়,
মানুষ হয়ে দেখ একবার’।
আমি তো সাধারণ কেউ নই,
আমার মন ছোঁয়া রং ধনুর সাজ,
তবে জানি এখন,ভালবাসাওঁ একটা সংসার।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫২