বুকের ভেতর প্রেম লুকিয়ে রেখে কি মুক্তি পাওয়া যায়!
লুকিয়ে চলতে চলতে চলাটা-ই ভুলে গেছি বৈকি!
বাদ দাও সেসব।
তুমি কেমন আছ তা জানতে চাইব না আর।
তুমি মুক্ত, কারো শিকলে তোমার নামটি থাকবে না।
বুঝলে, তোমাদের এই অভিনবচিত্তের সমাজের জন্য আমি না।
এই যুগ হয়ত আমায় চোখের আলো দিয়েছে।
আবেগগুলোকে আলোকিত করতে দিল না।
কত প্রযুক্তি আমার কত সময় আজ খেয়ে যায়।
কিন্তু বিশ্বাস কর, তোমার সময়গুলোতে চোখ তুলে তাকাতে দেইনি তাদের।
আবেগগুলোর আজো মুক্তি মিলেনি।
আজ থেকে তুমি মুক্ত।
কতবার আশাগুলোতে আলো আনতে চেয়েছি আমি!
পারিনি বুঝলে।কেন জানো? না!জানতে চেয়ো না।
আশার দেয়ালটা অনেকবার ভাংগার পরেও গড়তে গিয়েছি।
আলো আনতে গিয়ে আগুন লাগিয়েছি অজান্তে।
ঝলসানো সে হৃদয়ের কথাটা রুপকথাতেই রেখে দিও।
আজ থেকে আমিও মুক্ত হব।
আশা,নিরাশা,ভালবাসার উর্দ্ধে যাব আজ।
আজ আমি উর্দ্ধ গগনে বিরাজমান অবিনশ্বর।
তোমার সৃষ্টিকর্তা আজ দেখবে তার সৃষ্টির ধ্বংস। তবুও তোমাকে ভালবাসা আজ আমার অভ্যাস
আর সে অভ্যাসটা ই আমার কাছে প্রেম।
আজ থেকে মুক্তি পাবে তুমি ।
অফুরন্ত মুক্তি।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১০