একটু আগে একটা বিজনেস প্লান লইয়া পারাতো দাদার কাছে গেছিলাম। উনি বইসা বইসা ৯৫% লাভ পাইবো আমি মাত্র ৫%
~আগ্রহী হইয়া বিজনেস প্লান শুনতে চাইলে আমি বলি, আমি ৫ হাজার টাকা একজনরে দিমু, করোনার ক্রাইসিস চলে গেলে উনি আমাকে ৫ লাখ টাকা দিবে। ব্যবসায় কোনো ঝুঁকি নাই, আপনি অবশ্যই লাভটা পাইয়া যাইবেন। ৯৫% হিসেবে আপনি লাভের ৪ লাখ ৭৫ হাজার টাকা পাইবেন, আমি মাত্র ২৫ হাজার টাকা পামু। এতেই আমি খুশি, টাকাটাও আমি ইনভেস্ট করমু। আপনার কিচ্ছু করতে হবে না।
পারাতো দাদা খুশিতে মুচকি মুচকি হাসতেছে। তারপর আমারে জিগাইছিলো-
টাকাটা কাকে দিবা?
-কেন আপনাকে! আপনি না বিকেলে বললেন বিপদের সময় ৫ হাজার টাকা ৫ লাখ টাকার উপকার করে। আমি এখন আপনার ৫ লাখ টাকার উপকার করমু, করোনা কেটে গেলে আপনার লাভটুকু রাইখা আমার ২৫ হাজার টাকা ফেরত দিবেন।
এইডা শোনার পর সেই যে আমারে লাঠি লইয়া দোড়াইতে দৌড়াইতে গ্রাম ছাড়া করছে, কখন যে দেশ ছাড়া কইরা পাশের দেশ নোয়াখালিতে পাঠাইয়া দেয়! আমারে বাঁচান...
(পুরনো নোট থেকে)
ভুলটা কোথায়! (প্রথম পাঠ) এটা সিরিয়াস পোস্ট ছিলো।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:১৬