"নারী ও শিশু ধর্ষণের ঘটনায় ৮০% পুরুষ মিটমিটিয়ে হাসে।"
লিস্টে থাকা ঢাকার এক স্বনামধন্য কলেজের বাংলা বিভাগের সহকারী/সহযোগী অধ্যাপিকা পরীমনি ইস্যুতে এই পোস্টটা দেয়। কমেন্টে সবাই লেখিকাকে বাহবা দিলো আর পুরুষ জাতিকে গালাগালি করে ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেললো।
আমি সচরাচর কোথাও কমেন্ট না করলেও এটা এড়িয়ে যেতে পারলাম না। কমেন্টে বললাম, "কোন সমীক্ষার উপর ভিত্তি করে এটা বললেন যে ৮০% পুরুষ শিশু ধর্ষণের ঘটনায় মুখ টিপে হাসে? সমীক্ষা চালানো সংগঠন এবং কত জনের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্যটা তারা পেয়েছে, জানিয়ে কৃতার্থ করবেন।"
রিপ্লাইটা মোটামুটি এমন ছিলো, " শিশু ধর্ষণের ঘটনায় হাসে না তারমানে নারী ধর্ষণের ঘটনায় আপনারা মিটমিটিয়ে হাসেন সেটা স্বীকার করলেন ............" তারপর আমাকে ব্যক্তিগত আক্রমণ করে, পটেনশিয়াল রেপিস্ট বানিয়ে উনার ক্ষোভ ঝাড়লেন।
আমি শুধু এতটুকু বলে উনার রিপ্লাইটা এড়িয়ে গেলাম, "আপনি আমাকে স্টাডি না করে এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না!" তারপর উনার পোস্টে আরেকটা কমেন্ট করলাম-
~"আপনার দাদা, নানা, বাবা, স্বামী এবং একজন ছেলেও যদি থাকে তাহলে পাঁচজন পুরুষ। ৮০% মানে ৫ জন এ ৪ জন। আপনার পরিবারের ৫ জন পুরুষের মধ্যে ৪ জন পুরুষ নারী এবং বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনায় মুখ টিপে হাসে এমন বিকৃত মানসিকতার পুরুষদের সাথে আপনার বসবাস। আপনার বরং দায়িত্ব হবে ফেবুতে পোস্ট করার পূর্বে সেসব পুরুষদের মানসিক চিকিৎসা করানো!"
ওমা! এ কি! আমি এই কমেন্ট করার কিছুক্ষণ পর দেখলাম আমাকে চান্দের দেশে পাঠাইয়া দিছে। আমি ভুলটা কি করলাম সেটা আজও বুঝলাম না!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২১ বিকাল ৩:১৯