আজ থেকে প্রায় সাড়ে ৬ বছর আগে এই প্লাটফর্মে নিজের নাম লেখাই। সময়ের হাত ধরে চলতে গিয়ে ক্ষনে ক্ষনে ছিটকে গিয়েছি আবার তা সমলে উঠে ফিরেও এসেছি ভাল লাগা এ নেশায়। কিন্তু এবাররের ব্যস্ততা মনে হয় শেষ হবার নয়।
কর্মজীবনে আমি একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকে কর্মরত। চাকুরী জীবনের প্রথম ১০ বছর প্রধান কার্যালয়ে কাটলেও বর্তমানের শাখা অফিসে থাকায় ব্যস্ততার মাত্রাটা ভিন্ন। ধরা বাধা নির্দিষ্ট কাজ থাকলেও অনির্ধারিত কাজের পরিমাণই বেশী। তবে এটাতে বৈচিত্রের ছাপ থাকায় কাজটা করতেও ভাল লাগে।
ব্যক্তি জীবনে একমাত্র বউ




প্রায়ই চিন্তা হয় কর্মজীবন আর ব্যক্তি জবনে ঘটে যাওয়া ভিন্ন মাত্রার ঘটনা গুলো ব্লগের বিভিন্ন মানষিকতার বন্ধুতের সাথে ভাগাভাগি করি। কিন্তু ব্যস্ততা বা বাস্তবতা এমন ভাবে চেপে ধরে বাসেছে যে সময়কে মানাতেই পারি না। তাই নষ্টালজিয়া প্রায় আমাকে তাড়া করে ।
একদিন রাতে ঘুমের মধ্যে ব্লগিং করতে করতে ঘুম ভেঙ্গে যায়। সেই স্বপ্নে ঘটে যায় ঘটনার সাথে বাস্তবতাকে মিলাতে গিয়ে অনেক হাস্যরসের সৃষ্টি হয়েছে যা আমার একমাত্র প্রিয় জীবন সঙ্গীর সাথে ভাগাভাগী করেছি। সে সময়টা ছিল বেশ উপভোগ্য।
ঈদের ছুটিতে দুই ছেলে আর তাদের মা আমার শশুড় বাড়ীতে বেড়াতে গিয়েছে আর আমি আমার একমাত্র বউ এর শশুড়বাড়ীতে আছি। এ সুযোগে সময়কে এক প্রকার ফাকি দিয়ে, দিয়ে দিলাম আমার এ বারের পোষ্ট নষ্টালজিয়া আর আমার ব্যস্ততা
সকলে ভাল থাকুন নিরন্তন। শুভ কমনা সকল ব্লগাদের জন্য যারা এ ব্লগ সাইটটাকে প্রাণবন্ত করে রেখেছেন।