ছবির সোর্স: Google.com
অনেক দিন হয় সিরিয়াস কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি না। তাই চিন্তা করলাম একটু আধটু আলাপ না করলে জীবনটা কেমন যেন পানষে মনে হয়। আর সেই ভাবনা থেকেই সামু কত প্রকার তা নিয়ে আলোচনা করার খায়েশ জাগলো মনে আর তাই এখনার কার প্রয়াশ: সামুর প্রকারভেদ
১. পরিচালনার ভিত্তিতে সামু দুই প্রকার
ক. মডারেশন প্যানেল : সুষ্ঠভাবে ব্লগ পরিচালনা করার জন্য যে টিম কাজ করে থাকে তাকে মাডারেশন প্যানেল বলে। যেমন
I ) জানা
II) কাল্পনিক_ভালোবাসা
খ. সাধারণ ব্লগার : যারা নিয়মিত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট দিয়ে থাকেন তাদের সাধারণ ব্লগার বলে। যেমন
I ) পরিবেশ বন্ধু
II) সোহানী
২. পোস্টের ধরণ অনুযায়ী ব্লগার ২ প্রকার
ক. ছবি ব্লগার: যে সকল ব্লগার ছবির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পাঠকদের চিন্তার জগতে আলোড়ন সৃস্টি করেন তাদের ছবি ব্লগার বলে। যেমন
I ) sumit
II )
খ. ভাষা ব্লগার : যে সকল ব্লগার ছবি নয় সাহিত্যের অনুপম ভাষায় ব্লগারদের চিন্তার জগতে বিচরণ করেন তাদেরকে ভাষা ব্লগার বলে। যেমন
I ) আমিনুর রহমান
II ) লাইলী আরজুমান খানম লায়লা
৩. লিঙ্গবেধে সামুতে ২ ধরনের ব্লগার আছেন
ক. পুরষ ব্লগার : যারা জন্মগতভাবে পুরুষ এবং সামুতে পুরুষ হিসেবেই নিবন্ধিত তাদেরকে পুরুষ ব্লগার বল্।
I ) মাঈনউদ্দিন মইনুল
II ) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
খ, নারী ব্লগার :যারা জন্মগতভাবে নারী এবং সামুতে মমতাময়ী নারী হিসেবেই নিবন্ধিত তাদেরকে নারী ব্লগার বলে। যেমন
I ) কাজী ফাতেমা
II ) না পারভীন
৪. পারিবারিক জীবনকে সামনে নিয়ে আসলে সামুর ব্লগারদের আবার ২ ভাগে ভাগ করা যায়, যেমন
ক. বিবাহিত ব্লগার : যে সকল ব্লগাররা দিল্লিকা লাড্ডু খেয়ে পস্তাচ্ছেন তারদেরকে বিবাহিত ব্লগার বলে। যেমন
I ) হাসান মাহবুব
II ) আমি ইহতিব
খ. অ-বিবাহিত ব্লগার : যে সকল ব্লগাররা দিল্লিকা লাড্ডু না খেয়ে পস্তাচ্ছেন তারদেরকে অ-বিবাহিত ব্লগার বলে। যেমন
I ) আলম দীপ্র
II ) ঈপ্সিতা চৌধুরী
৫. অবস্থানগত দিক থেকে সামুর ব্লগারদের আবার ২ ভাগে বিভক্ত
ক. দেশী ব্লগার : যে সকল ব্লগাররা মাতৃকার টানে দেশে থেকে জীবন নির্বাহ করে ব্লগ জগতের মজা নিচ্ছেন তাদের দেশী ব্লগার বলে।যেমন
I ) জাফরুল মবীন
II ) সুফিয়া
খ. প্রবাসী ব্লগার : যে সকল ব্লগাররা প্রবাসে থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নেয়ার পাশাপাশি ভার্চুয়াল জগতে দেশেই থাকেন তাদেরকে প্রবাসী ব্লগার বলে। যেমন
I ) প্রবাসী পাঠক
II ) ভিটামিন সি
৬. ব্লগ আইডিকে আলোচনার নিয়ে আসলে একে ২ ভাগে ভাগ করা যায় । মানে সাধারনত দুই ভাবে ব্লগিং করা যায়, এক নিজ নামে এবং দুই ছদ্ম নামে। উদাহরণ হিসেবে
ক. নিজ নামে : যে সকল ব্লগাররা নিজ নামে ব্লগিং করে থাকে তাদেরকে এ ক্যাটাগরিতে ফেলা যায় যেমন
I ) সেলিম আনোয়ার
II ) সুস্মিতা শ্যামা
খ. ছদ্ম নামে : যে সকল ব্লগাররা নিজ নামে ব্লগিং না করে ছদ্ম নামে ব্লগিং করে পাঠকদের আনন্দ দিয়ে থাকে তাদেরকে এ ক্যাটাগরিতে ফেলা যায় যেমন
I ) *কুনোব্যাঙ*
II ) ডি মুন
৭. সংখ্যাতত্ত্বের বিবেচনায় ব্লগার দুই প্রকার।
ক. যাদের নিকের সাথে সংখ্যা যোগ আছে। যেমন,
I ) মাহবু১৫৪
II ) ইমতিয়াজ ১৩
ক. যাদের নিকের সাথে সংখ্যা যোগ নাই। যেমন,
I ) নোটিশবোর্ড
II ) আমি তুমি আমরা
এ ছাড়াও আরো বিভিন্ন ভাবে সামুকে ভাগ করা যায় যা পরবর্তী পোস্টে আলোচনা করা হবে।
বি:দ্র: পোষ্টটি সম্পূর্ণ রূপে মজা করার জন্য করা হয়েছে। মনের অজান্তে কেউ কোন কষ্ট পেয়ে থাকলে আন্তরিক ভাবে দু:খিত। তবে কোন প্রকার অপত্তি থাকলে তা মুছে দিব।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮