ছবির সূত্র:ব্যক্তিগত ই-মেইল
বিশ্বকাপ ক্রিকেট সমাগত, আর কয়েকদিন পরই শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বব্যপি তেমন জনপ্রিয় না হলেও দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ টেষ্ট ঘরনায় আমার অন্যতম সদস্য। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য শুভকানা আর বাংলাদেশ দলের প্রতিটি সদস্যের জন্য দোয়া ও শুভকানা।
ক্রিকেট জ্বরে আক্রান্ত হতে শুরু করেছে প্রতিটি অঙ্গন। আর সামুও এর বাহিরে নয়। বাংলাদেশ দলে যদি সামুর ব্লগাররা অংশগ্রহণ করত তবে কোন কোন ব্লগার সেই দলে স্থান পেত আসুন তাদের তালিকা দেখে নেই:
কোচ
নোটিশবোর্ড
কোন প্রকার কথা বা বিতর্ক ছাড়াই সামু ক্রিকেট একাদশের কোচ নোটিশবোর্ড
১. জানা
দলনেতা বা অধিনায়ক এবং উইকেট রক্ষক, যিনি নিবিড়ভাবে উইকেটেরর সামনে এবং পিছনে সমান দক্ষতায় দায়িত্ব পালন করে থাকেন।ব্যাটিং পজিশন ৬ নম্বর।
২. কাল্পনিক_ভালোবাসা
সহ-অধিনায়ক এবং ফাষ্ট বোলার। দলের বোলিং ওপেন করে থাকেন। প্রতিপক্ষকে বোল্ড আউট করা যার নেশা। ব্যাটিং এ সাধারণত ১১ নম্বরে নেমে থাকেন বা প্রয়োজনে আরো আগে নামেন।
৩. *কুনোব্যাঙ*
স্পিন বোলার কাম ব্যাটসম্যান, মূলত তার প্রতিন্ধিতা হয় স্নিগ্ধ শোভন এর সাথে। উইকেটের অবস্থা বুঝে যে কোন একজন প্রথম একাদশে সুযোগ পেয়ে থাকেন।
৪. অপূর্ণ রায়হান
দলের হার্ড হিটার ব্যাটসম্যান। প্রায় প্রতিটি ম্যাচে শতক হাকান এবং কম বলে বেশী রান করে থাকেন। সাধারণত প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসেন।
৫.আমিনুর রহমান
নির্ভরযোগ্য ওপেনার, সকলের অনুপ্রেরণার অংশ হিসেবে দীর্ঘ সময় ক্রিজে থাকেন
৬. প্রবাসী পাঠক
আমিনুর রহমান এর একনিষ্ঠ সহযোগী। চমৎকার বোঝাপরা এদের মধ্যে।
৭. শাহ আজিজ
দলের নির্ভরযোগ্য স্পিন বোলার এবং প্রয়োজনের সময় ব্যাট হাতেও কম জান না।
৮. মৃদুল শ্রাবন
লোয়ার অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং বল হাতে দুসরায় পটু তবে সাংসারিক ঝামেলার কারনে সব সময় দলের সাথে থাকতে পারেন না। তাই ওনার বিকল্প অপু তানভীর
৯. জাফরুল মবীন
স্লো মিডিয়াম স্পিন বোলার এবং প্রয়োজনের উইকেট কিপিং করে থাকেন।
১০. অপু তানভীর
সংসারের যাতা কলে পরে মৃদুল শ্রাবন যখন খেলতে পারেন না ঠিক তখনেই বিকল্প হিসেবে দলে জায়গা করে নেন আপন দক্ষতায়।
১১.ডি মুন
টু-ডাউনে অটমেটিক চয়েজ।
১২.মাঈনউদ্দিন মইনুল
দলে নিয়মিত থাকতে পারেন না ইনজুরীর কারনে, তবে দলে থাকলে পেস বল করে থাকেন।
১৩.আরজুপনি
প্রায় প্রতিটি ম্যাচে শতক আছে কিন্তু অপূর্ণ রায়হান এর কারেন দলে স্থান পেতে সমস্যা হয় আবার মাঝে মাঝে উচ্চতর প্রশিক্ষনের জন্য ব্যস্তও থাকনে।
১৪. বিদ্রোহী বাঙালী
পেস বোলার। সাধারণত কাল্পনিক_ভালোবাসা এর সাথে ২য় বোলিং ওপেনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন।
১৫. স্নিগ্ধ শোভন
স্লো মিডিয়াম পেস বোলার কাম ব্যাটসম্যন, মূলত তার প্রতিন্ধিতা হয় *কুনোব্যাঙ* এর সাথে। উইকেটের অবস্থা বুঝে প্রথম একাদশে সুযোগ পেয়ে থাকেন।
সাইকিয়াট্রিস্ট
আহমেদ জী এস
আমিনুর রহমান ভাই এর বারংবার রিকোয়েষ্টর পর দলে একজন সাইকিয়াট্রিস্ট এর অভাব অনুভূত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ পক্রিয়ায় আহমেদ জী এস কে এ পদে নিয়োগ দেয়া হল এবং একজন সহকারী সাইকিয়াট্রিস্টও নিয়োগ দেয়া হল যার নাম লিরিকস
ফিজিও
খালি পদের জন্য সিভি আহবান করা হচ্ছে
বি:দ্র: পুরো পোষ্টটি টোটাল ফান, কারো মনে অঘাত লেগে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। তবে কোন প্রকার অপত্তি থাকলে তা মুছে দিব।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২