২০১৫ সালে মোট সাত বার আপনি টানা তিন দিন ছুটি পাবেন। ইচ্ছে করলে পরিবারের সবাইকে নিয়ে বা বন্ধুদের সাথে বা অন্য কোন কম্বিন্যশনে ঘুরে আসতে পারে দেশে ঐতিহ্যবাহী অঞ্চল বা দেশের বাহিরে। আপনি যদি চাকুরীজীবি হন তবে মাঝে এক দুই দিন ছুটি নিতে পারেন তাহলে টানা ছুটি ৩ দিন থেকে বেড়ে ৪ বা ৫ দিন হতে পারে।
যাহোক ভূমিকার বর্ণনা বেশী না করে আমার জেনে নেই টানা বন্ধরে তালিকা:
১. জানুয়ারী ২০১৫ সালের ২, ৩ আর ৪ তারিখ বছরের প্রথম টানা বন্ধ । ২ ও ত তারিখ শুক্রবার ও শনিবর আর ৪ তারিখ ঈদ-ই-মিলাদুন্নবীর বন্ধ। তাই যদি ইচ্ছা এবং সুযোগ থাকে তবে এখনই সিন্ধান্ত নিন আর ঝাপিয়ে পরুন ভ্রমন আনন্দে।
২.২য় টানা বন্ধ পাবেন মার্চ মাসে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আর ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে শুক্রবার ও শনিবার। যারা ।এখনই কোন সিদ্ধান্ত নিতে পারছেন না তারা পরিকল্পনায় রাখুন সময়টি।
৩. মে মাসের শুরুতেই পেয়ে যাবেন আপনি টানা তিন দিনের ছুটি। পহেলা মে, মে দিবসের বন্ধ আর ২ ও ৩ তারিখ শুক্রবার ও শনিবার। দেখুন চিন্তা করে কি করবেন?
৪. ১৭ থেকে ১৯ জুলাই ঈদ-উল-ফিতরের ছুটি আর যদি ১৬ জুলাই ছুটি নিতে পারেন তবে ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ৫দিনের ছুটি পেয়ে যাবেন প্রিয়জনদের সাথে কাটানোর জন্য।
৫. দীর্ঘ বিরতীর পর ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর আপনি তিন দিনের ছুটি পাবেন তবে তা ঈদ-উল-আযহার ছুটি।
৬.বছরের শুরুতেই যেমন পাচ্ছেন ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি ঠিক তেমনি বছরের শেষেও পাচ্ছেন একই কারনে ছুটি যদিও তা চাঁদ মামার উপর নির্ভরশীল। যদি সব ঠিক থাকে তবে ২৪ থেকে ২৬ ডিসেম্বর একটানা তিন দিন ছুটি পাবেন শীতের প্রকৃত স্বাদ নিতে।
৭. বছর শেষের আগেই আরো একটি অনন্দের অনুসঙ্গ হলো শর্ত সাপেক্ষ তিন দিন ছুটি। ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি (শুধুমাত্র ব্যাংকারদের জন্য, যদিও ক্ষানিক সময়ের জন্য অফিসে আসতে হয়)আর পহেলা ও দোষরা জানুয়ারী ২০১৬ যথাক্রমে শুক্রবার ও শনিবার।
সিন্ধান্ত নিন ঘুরে আসুন যেখানে মঞ্চায় আর শেয়ার করুন আমাদের সাথে আপনার ভ্রমন অভিজ্ঞতা ছবি সহ।
ভাল থাকুন সকলে নিরন্তন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯