রংয়ের ভিত্তিতে জীনের শ্রেনীবিভাগ করা যায় এবং এটা অনেক ইন্টারেস্টিং। এই হিসাবে জীন মূলত পাচ প্রকার।
১.কালো জীন(الجن السوداء) – সবচেয়ে শক্তিশালী জীন এরাই। এরাই সাধারনত জীন রাজ্যগুলোর রাজা হয়। এদের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি তবে এরা সাধারনত খারাপ হয়না। ফার্সী ভাষাতে এদেরকে বলে ‘শামির’।
২.নীল জীন(الجن الأزرق) – এরা গোত্রপ্রধান হয়। অনেক জ্ঞানী হয় এরা। মানুষের সাথে এদের তেমন কোন যোগাযোগই নেই। মারিদ, নেক্রাতায়েল, আফ্রিত ইত্যাদি প্রতাজির জীনের নীল হয়।
৩.হলুদ জীন(الجن الصفراء) – এরা মধ্যবয়সী জীন। এরা পরিবার প্রধান হয়ে থাকে। মানুষ এবং পার্থিব জগতের প্রতি এদের তেমন কোন আকর্ষন থাকেনা। এদের ভিতরে ভালো ও খারাপ দুধরনের জীনই আছে। ভালো জীনদেরকে বলা হয় জুযাম আর খারাপদেরকে বলা হয় ইফ্রিতি।
৪.সবুজ জীন(الجن الخضراء) – অল্পবয়স্ক এবং সবচেয়ে কম ক্ষমতাধর জীন এরা। মানুষের সাথে এদেরই যোগাযোগ বেশী হয়। মানুষকে জালাতন মূলত এরাই করে থাকে। এরহনাম,জান,ককাস ইত্যাদি প্রজাতির জীনেরা সবুজ হয়।
৫. লাল জীন (الجن الأحمر) – এরা সবার থেকে আলাদা। খুবই বয়স্ক আর ক্ষমতাবান জীন এরা। এরা ঈবলিশের উপাসক। এরা বেশীরভাগই আগে নীল জীন ছিল। ঘুল,শায়তিন,ইফ্রিত ইত্যাদি প্রজাতির জীনেরা এই রংয়ের হয়ে থাকে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৪