আপনি কি মাঝেই মাঝেই অনেক আস্তে কোন শব্দ শুনতে পান ? মনে হয় কোন ডিজেল ইঞ্জিনের যানবাহন চলছে অনেক দূরে ? কিন্তু আপনি শব্দটা চারদিক থেকেই শুনতে পান ? যদি উত্তর 'হ্যা' হয় তবে আপনি পৃথিবীর সেই ২% জনসংখ্যার একজন যারা 'হাম(The hum)' শুনতে পান।
জি হ্যা। এই লো ফ্রিকোয়েন্সি শব্দটিকে বলা হয় দ্য হাম। কি কারনে এটি মানুষ শুনতে পায় সেই এখনো বিজ্ঞান খুজে বের করতে পারেনি। তবে পৃথিবীর নানা প্রান্তের নানা মানুষ এইটা শুনতে পায়। এটি এতটাই ধ্রুব যে অনেক সময়ে মস্তিষ্কে রক্তপাতের কারন হয়ে দাড়ায় । আমেরিকার একজন নেভি সেনা তার ১২ জন কলিগকে গুলি করে হত্যা করে , আর পরে তার ডায়েরী ঘেটে পাওয়া যায় যে সে প্রায় তিনমাস ধরে হাম শুনতে পাচ্ছিল !
এই শব্দটি রহস্যই থেকে গেছে। বিজ্ঞানীরা অনেকেই বলেন যে এটি পৃথিবীর অভ্যন্তরের কোন শব্দ আর অনেকে বলেন এটি পৃথিবীর বাইরে থেকে আসা শব্দ। কন্সপাইরেসি থিওরিস্টদের মতে এটিও আমেরিকার কোন প্রজেক্ট যা দিয়ে মানুষের মেন্টাল স্ট্যাবিলিটি টেস্ট করা হয়। হাম এতটাই জনপ্রিয় যে এটা নিয়ে ওয়েবসাইটও আছে ! যেখানে আপনি হাম শুনে রিপোর্ট করতে পারেন !
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০