মেক্সিকোর একটি বিখ্যাত আরবান লেজেন্ড হল El Silbón (the Whistler) ..
বহু বছর আগে একটি বখাটে ছেলে ছিল যার অত্যাচারে তার মা-বাবা অতিষ্ঠ হয়ে থাকত। ছেলেটি সারাদিন পাড়াপড়শিদের জালাত, কোন গুণই ছিলনা তার। শুধু সে খুব সুন্দর করে শীষ দিতে পারত। তো একদিন ছেলেটির হরিনের মাংস খেতে ইচ্ছা হল আর সে তার বাবাকে বলল হরিনের মাংস আনতে। তার বাবার ফিরতে দেরী হচ্ছিল এতে ছেলেটি রেগে যায় আর বাড়ি থেকে বেরিয়ে পরে বাবার খোজে। রাস্তাতে তার বাবার সাথে তার দেখা হয়। বাবা তাকে জানান যে হরিনের মাংস পাননি তিনি! এতে করে ছেলেটি এতই ক্ষেপে যায় যে সে তক্ষনি কুড়াল দিয়ে তার বাবাকে খুন করে এবং তাকে টূকরো টুকরো করে ফেলে। তারপর সেই মাংস বাড়িতে নিয়ে এসে মাকে রান্না করতে বলে।
তার মা মাংস দেখেই বুঝেন যে এটা তার হাজবেন্ডের মাংস! ক্ষিপ্ত হয়ে মহিলা নিজের পোষা হাউন্ডগুলোকে ছেলের উপরে ছেড়ে দেন। হাউন্ডগুলোর কামড়ে মারা যায় ছেলেটি। মারা যাওয়ার আগে তার মা তাকে অভিশাপ দেয় যে তার আত্না কখনো মুক্তি পাবেনা।
এরপর থেকেই মাঝে মাঝেই মেক্সিকোর রাস্তাতে কুড়াল কাধে নিয়ে একটি পাতলা করে লম্বা ছেলেকে ঘুরতে দেখা যায়। লেজেন্ড বলে এটি ওই ছেলেরই আত্না। কাউকে নিজের ভিক্টিম হিসাবে বেছে নিলে তাকে কেটে টুকরো টুকরো করে El Silbón. তবে ভিক্টিম বেছে নেওয়ার একটা পদ্ধতি আছে তার। ধরুন আপনি রাস্তাতে হাটছেন বা ঘরে একা বসে আছেন । এমন সময় আপনার মনে হল খুব কাছ থেকে কেউ শীষ দিচ্ছে! তার মানে El Silbón আপনার সাথে মজা করছে। আর যদি আপনার মনে হয় যে খুব দূর থেকে কেউ শীষ দিচ্ছে তার মানে আপনিই তার ভিক্টিম।
আচ্ছা, বহুদুর থেকে শীষের আওয়াজ টাওয়াজ শুনতে পাচ্ছেন কি ???
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:১২