বহুদিন ধরে ঈশ্বর শব্দটাকে কপচাতে কপচাতে এবং ঘষতে ঘষতে চ্যাপ্টা করা হয়ে গেছে। এই অকেজো ঈশ্বর নিয়ে কি করিবে হে সাহিত্যিকগণ। আপনাদের সামনে যে আরো অনেক ঈশ্বর রয়েছে, তাদের নিয়ে কিছু কন?
ঈশ্বর ঐ উপরে বসে বসে হাসে, আর বলে নরক তৈরি সন্তানেরা। বুঝি না, নিজ সন্তানকে কিভাবে তিনি নরকে দিতে চান? আসলেই কি তার সন্তান? নাকি সবই ভাউতা। কল্পনা। আর রুপকল্প।
হতে পারে, তিনিই নরকে আছেন, তাই কিছু সঙ্গী-সাথী দরকার। একা একা কতদিন। অন্তত সেক্স করার জন্যও তো কাউরে লাগে। সেই সুখ কি তিনি পেয়েছেন?
ঈশ্বর শব্দটা অকেজো। হয়ত তিনিও অকেজো। অকেজো তার লিঙ্গ। তাই তো একা একা থাকেন। নিঃসঙ্গ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯