*** আমার একান্ত একটি ব্যাক্তিগত অভিমত - ফাসির দাবী আমরা করতেই পারি। ফাসি তাদের প্রাপ্য এটাও সত্য কিন্ত কারও মৃত্যুতে উৎসব করার মতো এতো অসহিষ্ঞ জাতি আমরা কবে হলাম এবং কেমন করে হলাম এটাও ভাবনার বিষয়।
কিছুক্ষন আগে যুদ্ধাপরাধের মামলায় সালাউদ্দিন কাদের এবং মুজাহিদ দুইজনেরই ফাসি কার্যকর হয়ে গেল। কেন জানিনা মানুষের মৃত্যু সবসময়ই মন খারাপ করে দেয়। যদিও অামি তাদের সর্বোচ্চ বিচারই চাইতাম। যাইহোক, পৃথিবী থেকে একদিন সব খুন. ধর্ষন, হত্যা বন্ধ হয়ে যাবে এমন প্রত্যাশা। আর ফাসি নামে কোন শাস্তিও তখন আর থাকবে না এই ধরাধমে।
৭১ সালে সেদিন যেমন শত মানুষের কান্নাও তাকে থামাতে পারেনি তেমনি তার আদরের দুই পুত্র-কন্যা এবং স্ত্রী'র সবচেষ্টাও বিফলে চলে গেল এই ফাসির রায় কার্যকরের মাধ্যমে।
সব ধরনের অস্বাভাবিক মৃত্যু বন্ধ হোক। আল্লাহ তায়ালা সবাইকে স্বাভাবিক মৃত্যুর ভাগ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করুন - আমীন
শেষ কথা - আবারও পত্রিকার আজ বাড়তি কাটতি আর মালিক পক্ষ পাজেরো জীপে - মাকুসুদুল হক(ফিডব্যাক) আর আমরা আমজনতা এখন ফেসবুক/ভাইবার/হোয়াটসঅ্যাপ উন্মুক্ত হবার অপেক্ষায় -
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪