ডিজাইনে তেমন কোন পরিবর্তন না এনেই কেবলমাত্র কিছু ফিচার যোগ করে আইফোনের পরবর্তী সংস্করনের ঘোষনা দেয়া হলো আজ। আইফোন সিক্স-এস এবং সিক্স এস প্লাস এ দুটি ফোনের সাথে এ্যাপল পেন্সিল, আইপ্যাড প্রো এবং অ্যাপল টিভি'র নতুন সংস্করনও ঘোষনা করা হয়েছে।
তবে যে চারটি পড় ধরনের ফিচার যুক্ত হয়েছে এবারের আইফোনগুলোতে তা হলো
১. ৪,০০০ পিক্সেলে ভিডিও সাপোর্ট করবে যা ১০৮০ পি'র তুলনায় ৪ গুণ বেশী, এমনকি আপনি ভিডিও শুট করতেও পারবেন একই পিক্সেলে,
২. মাল্টিটাচ ফাংশন থেকে এবারে সরাসরি থ্রিডি টাচ ডিসপ্লে,
৩. এবারই সর্বোচ্চ ১২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল সেল্ফি ক্যামেরা আসছে,
৪. লাইভ ফটো'স
এটি হচ্ছে অ্যাপল পেন্সিল
যা মূলত আমরা ষ্টাইলাস হিসেবে চিনি। এটি স্যামসাং নোট সিরিজ কিংবা অ্যালকাটেল হিরো সিরিজে ব্যবহৃত হয়।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩