গুগল এখন থেকে পরিচালিত হবে অ্যালফাবেট নামে রেজিষ্ট্রিকৃত নতুন কোম্পানীর নামে। যেখানে গুগলের অধিকাংশ সার্ভিসগুলোই এর অধীনে চলে যাবে। মূলত; গুগলকে আরো বেশী সার্চ এ্যাড এবং ওয়েব বেইজড সার্ভিসগুলোতে মনোনিবেশ করার জন্যই এই পরিবর্তন। যথারীতি গুগলের মালিক কোম্পানীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন ল্যারি পেইজ এবং প্রেসিডেন্ট থাকবেন সার্জে ব্রিন।
অন্যদিকে, অপেক্ষাকৃত কম শক্তিশালী গুগলের দায়িত্ব থাকছে সদ্য সমাপ্ত এন্ড্রোয়েড প্রধান সুন্দর পিশাইয়ের হাতে। এখন থেকে তিনি গুগলের নিয়ন্ত্রিত এই সার্ভিসগুলোর দেখভাল করবেন -
সার্চ
অ্যাড
ম্যাপস
এ্যাপস
ইউটিউব
এন্ড্রোয়েড সহ আরো কিছু সার্ভিস যোগ হতে পারে।
অন্যদিকে গুগলের প্যারেন্ট কোম্পানী অ্যালফাবেটের হাতে থাকছে
ক্যালিকো
গুগল ফাইবার
লাইফ সাইন্স
গুগল সার্চ
গুগল ভেনচার
গুগল ক্যাপিটাল
গুগল এক্স
নেষ্ট।
এর পাশাপাশি আরো কিছু প্রডাক্ট অ্যালফাবেটের আওতায় আসতে পারে।
আর্টিকেলটি আরো বিস্তারিত সহকারে পড়তে চাইলে(ইংরেজিতে)
সোস্যাল মিডিয়া নিয়ে আরো সংবাদ এবং আর্টিকেল পড়তে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬