কারো পৈাষ মাস কারো বা সর্বনাশ। আজকের ওয়েদার রিপোর্ট বলছে আগামীকাল ব্রিসবেনে খেলা হবার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে অষ্ট্রেলিয়ার সৌভাগ্যই বলতে হয়। না খেলেই এক পয়েন্ট পেয়ে যাচ্ছে তারা। বাঘের তাড়া খেয়ে ক্যাঙ্গারুর পলায়ন নিশ্চয়ই বেমানান লাগবে সেদেশী দর্শকদের কাছে।
আজকের ওয়েদার রিপোর্ট(ব্রিসবেন, অষ্ট্রেলিয়া)
যেহেতু চলছে ক্রিকেট বিশ্বকাপ। আর বরাবরের মতো এবারও আমাদের প্রাণের বাংলাদেশ অংশ নিচ্ছে এ বিশ্বকাপে। আর বিশ্বকাপকে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি থাকছে আমরা প্রকাশ করেছি একটা খেলার ম্যাগাজিন। নানারকম আয়োজনে ঠাসা এই ম্যাগাজিনে থাকবে ক্রিকেট বিশ্বের দারুন দারুন ঘটনাবহুল আলোচিত তথ্য। আর রঙিন সব পোষ্টার ও ছবি তো থাকছেই। এক মলাটে পুরো ক্রিকেট বিশ্ব থাকবে আপনার হাতের মুঠোয়। এখন থেকেই বাজারে পাওয়া যাচ্ছে " ইনসাইট ক্রিকেট " নামের এই ম্যাগাজিন। এই ম্যাগাজিনের মতোই রঙিন হোক আপনার ক্রিকেট বিশ্বকাপটিও।
"Alcatel Onetouch Insight Cricket" ই-বুক হিসেবে ডাউনলোডেরও সুযোগ থাকছে নিচের লিংকটি থেকে
Download "Insight Cricket"
Cover page - Alcatel onetouch Insight Cricket
* আপনার কপিটি হাতে পেতে যোগাযোগ করুন - ০১৮৫০-০৭৭১৯৫
* প্রথম ছবিটি ফেসবুকের ক্রিকেটখোর গ্রুপ থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪২