ঢাকা শহরে প্রেমিক আর প্রেমিকারা আছে ,
এইখানে ভাদ্রের গরমেও মনগুলো দ্রবীভূত হয়,
তারপর খালি ফুনাফুনি , তার চাইতে বেশি কিছু হয় না ।
এইখানে ছেলেদের হলে মেয়েদের
কিংবা মেয়েদের হলে ছেলেদের যাইতে মানা ,
এইখানে এমনকি পুলিশ ব্যারাকেও নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে ,
এই খানে সংসদ ভবনের সামনে সাইনবোর্ড আছে - দুইজন একত্রে বসলে একফুট দূরত্ব বজায় রাখবেন ,
এইখানে জিয়ার মাজারের পাটাতনে চিত কইরা রাতে বহু কিছু করা যায়
কিন্তু দিনের বেলা একটু অসুবিধা ,
এইখানে রাত্রে ঘরে ফিরতে হয় নাইলে মা আর বাপে চিল্লাইয়া রাখে না ;
এই শহরে তাই রাস্তাঘাটে , স্ন্যাকবারে , বিপনীবিতানে
অথবা রিক্সার হুড গুলোর আড়ালে খুব বেশি কিছু হয় না ।
এই শহরে তাই প্রেমগুলো বেহুদাই বড় হওয়ার নামে দীর্ঘ হয়
দীর্ঘ হতে হতে সেগুলো লতার মতো নেতিয়ে পড়ে
কিন্তু সময় , সুযোগ আর স্থানের অভাবে সেই প্রেমগুলো পুষ্ট হয় না ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯