ইঞ্জিনিয়ার হইব
পড়ারো টেবিলে স্বপনেরো ধারা
ঝড়ে কেনো ঝড়ো ঝড়ো
ইঞ্জিনিয়ার হইব আমি
আশা কত বড় বড়।
বুয়েট কুয়েট চুয়েট ও আছে
আরো আছে শা.বি.প্র.বি.
ইঞ্জিনিয়ার হইতে হইতে
হইয়া গেলাম কবি।
না,আমি ইঞ্জিনিয়ার হইব..!!
ভাবি মনে মনে
আপন লখনে
সদা অবিচল রইব।
মনে শত আশা,কত ভালোবাসা
নিয়া আসিয়াছি হলে
প্রবেশিকাতে প্লাস না পাইলে
সব আশা যাবে জলে।
প্রবেশিকা শেষ,ঊনষাট দিন
ফলাফল বের হইল
সকলে বলিল প্লাস পাইয়াছো
তবু স্বর্ণ টা বাকি রইলো।
বলিলাম আমি দেখিয়াবে তুমি
দুইটি বছর পরে
মহা প্রবেশিকায় কেমন করিয়া
স্বর্ণেরো ধারা ঝড়ে।
নিয়া কিছু দুঃখ,বহুখানি দুখ
শপথ করেছি মনা
মহাপ্রবেশিকায় স্বর্ণ না পেয়ে
এইবার ছাড়বো না।
অতঃপর দুইটি বছর
শত কষ্ট করেছি স্বীকার
তাই বলে আজ হাতেনাতে
ফল পেয়েছি আমি তার।
সকলে বললো সাবাস বেটা
হাত রেখে মোর পিঠে
তবু কেন জানি মনের আশা
সবটুকু না মেটে।
বুঝেছি তব বুয়েট কুয়েট
ডাকিছে তাদের পানে
সাড়া দিতে হবে কেউ না জানুক
মন টা তো তা জানে।
পুনশ্চ :
প্রবেশিকা - এস এস সি
মহাপ্রবেশিকা- এইচ এস সি
ছবিঃইন্টারনেট
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭