যদি আপনি চ্যানেল 9 বা গাজি টিভি তে খেলা দেখেন তাহলে তার উত্তর হবে হ্যা।ব্যাপারটা এমন হয়ে গেছে যে,আমরা বিজ্ঞাপন দেখতে বসেছি তার মাঝে মাঝে খেলাও দেখায়।
খেলার মাঝে দিয়ে মাঠের মাঝে বিশাল গর্তের সৃষ্টি হয়ে দেখাচ্ছে বিজ্ঞাপন।ওভার শেষ হওয়ার সাথে সাথেই বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছে।পরের ওভারের প্রথম বলের ঠিক কয়েক সেকেন্ড আগে ফিরে আসছে।একজন আউট হলে তার কোন রিপ্লাই না দেখিয়েই চলে যাচ্ছে বিরতিতে।তাদের এত ঘনঘন বিজ্ঞাপন দেয়ার পরেও যখন তারা খুশি হতে পারছে না তখন ইদানীংকালে দেখতে পাচ্ছি খেলা চলা কালিন ই বিজ্ঞাপনের কাজ ছাড়ছে।
আচ্ছা আপনি বলতে পারবেন কি যে আপনি বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে একবারও ম্যাচের মাঝে ম্যাচ সামারি দেখেছেন?বা নতুন একজন প্লেয়ার ব্যাটিং বা বোলিং এ আসলে প্লেয়ার প্রোফাইল দেখেছেন?যদি চ্যানেল ৯ এ খেলা দেখে থাকেন তাহলে আমিই বলতে পারব আপনি দেখেন নি।দু দলেরই কয়েকজন প্লেয়ার ৫০ -১০০ রান করেছেন।তবে একজনের টাও পরবর্তীতে হাইলাইটস দেখানো হয়নি।কে কয়টি উইকেট পেয়েছে কিভাবে পেয়েছে তার কিচ্ছু পুনরায় দেখানো হয় নি।অথচ আমরা ক্রিকেট প্রেমী দেশ।আর একটি ক্রিকেট প্রেমী দেশের খেলার সম্প্রচারের এই হাল অবস্থা।
উইকেট উদ্যাপন : একজন বোলার উইকেট পাওয়ার পর কিভাবে সেলিব্রেশন করল, অন্য ফিল্ডারদের রিএ্যাকশন কেমন ছিল টিভিতে খেলা দেখতে বসলে এটা অন্যতম উপভোগ্য বিষয়। উইকেট যাওয়ার মিনি সেকেন্ডের মধ্যে বিজ্ঞাপনে যাওয়ায় দর্শকরা বঞ্চিত হয়েছি। ক্লোজ ম্যাচের ক্ষেত্রে শেষ ৩ ওভার : ক্লোজ ম্যাচের ক্ষেত্রে শেষ তিন ওভার আমরা প্রতিটি ওভার শুরুর আগে বোলার এবং ফিল্ডারদের সাথে ক্যাপ্টেনের আলোচনা, মাঠে দর্শকদের চিন্তিত মুখ , কোচ এবং দলের মালিকদের চিন্তিত মুখ এগুলো দেখতে চাই । কিন্তু ক্লোজ ম্যাচের শেষ ওভার পর্যন্তও চ্যানেল নাইন কমার্শিয়াল ব্রেকে সমানভাবে বিজি থাকে। এমন কি যখন লাস্ট ২ বলে ৪ রান দরকার তখনও ওভারের পঞ্চম বলে উইকেট গেলে বিজ্ঞাপন দিতে দিতে দর্শকদের ভুলিয়ে দেয় যে তারা একটি ক্রিকেট ম্যাচ দেখতে বসেছে যে ম্যাচটি উত্তেজনায় ঠাসা। কারন ততক্ষনে উত্তেজিত শরীর বিজ্ঞাপনের ভারে নুয়ে পড়েছে।
সবশেষে আমি বলতে চাই আমি চ্যানেল ৯ এ খেলাটা দেখি নি।আমি দেখেছি টেন ক্রিকেটে।আর এটা চ্যানেল ৯ এর ব্যর্থতা।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৮