বিষয়বস্তু- একান্তই ব্যক্তিগত।
কোমড়ের বেল্টটার চামড়া উঠে গেছে বেশ আগেই। সমস্যা আমার না, যারা দেখে তাদের। দর্শকদের অসন্তোষ ঠেকাতে অগত্যা বেল্ট কিনতে দোকানে। মনে পড়ছে কদিন আগে দোস্ত আমার ফার্মগেটের বেল্টের দোকানে যে বিপদে পড়েছিল তার কথা। সুতরাং ঝুঁকি এড়াতে বেশি টাকা দিয়ে হলেও ব্রান্ডের দোকান থেকে কিনবো। প্রিন্স বাজারে বেল্ট ৩৯০ এর কমে নাই। তাও কিনতাম, কিন্তু পছন্দ হলোনা। রাপা প্লাজার পাশ দিয়ে যাচ্ছিই যখন, ঢু মারলাম। ৬৫০ এর কমে কোন বেল্ট নাই। প্লাজা এ.আর. এও উঁকি দিলাম। ৭০০ টাকা কমপক্ষে। এত টাকা দিয়ে বেল্ট কিনলে পিঠ চুলকাবে সন্দেহ নাই। তাই ফিরে এলাম।
শেষ পর্যন্ত, এলাকার ' আল আসমানিয়া ঢাকা' বেল্ট সপের সামনে দাঁড়ালাম। ঝলমলে বেল্ট কিনলাম ১৬০ টাকা দিয়ে। শুধু কি তাই, ছেড়া বেল্টটার মস্তকটা ভাল আছে, তাই দোকাদার ৪০ টাকায় পুরাতনটার সাথে নতুন বেল্ট জুড়ে দিল। ২০০ টাকায় ২টা বেল্ট। আমি হন হন করে ঘরে ফিরলাম।
বুঝলাম, আমার পেটে দামি খাবার সইবেনা।