আজকে আমার নাআমি দাদীর জন্মদিন!
উনি কিন্তু আমাদের একজন সহব্লগার।
আপনারা সবাই হয়তো ব্লগার নাআমি'র ব্লগে গেছেন। আজকে উনার জন্মদিন! ভুল করে জিগেস করে ফেলছিলাম - কত তম জন্মদিন। উনি উত্তর না দিয়া কেমন করে যেন কাটায়ে গেলেন। বললেন না!
কার কাছে যেন শুনছি, উনি এতো আগে জন্মাইছেন উনি যে জন্মের সাল ভুলে গেছেন। উনাকে মনে করায়ে, খুশী করার জন্য এ আয়োজন। উনি আজকে কতবর্ষী হলেন তা নিয়ে আজকের এই গবেষনাময় পোস্ট! আশা করি উনি অনেক অনেক খুশী হয়ে যাবেন এবং গবেষনায় অংশগ্রহনের জন্য সবাইকে পুরস্কৃত করবেন :!>
উনার লেখা, পোস্ট পড়লে বুঝতে পারাটা অবশ্য সহজ না। গানের ব্লগ, ছবির ব্লগ, হটাৎ একটা রিনরিনে কবিতা লিখে বা গল্প লিখে যেন উনি নিজেই অবাক হয়ে যান বা যাওয়ার ভান করেন। যেন উনি লিখতেই পারেন না
আচ্ছা, কেউ কি জানেন উনার প্রকাশিত কয়েকটা বই আছে? আমার নিজের কাছেই কোবিরাজী বিষয়ে উনার লিখা বই আছে ৪ টি (প্রমান হিসেবে)।
উনি দাবি করেন মেডিক্যালের সেকেন্ড ইয়ারেই উনার প্রথম বই ছাপা হয়। এখানে আমার হিসাব হলো ... আমার একটা বই লিখতে ২৫ বছরের বেশী লাগবে :-< তাহলে ৪ টা বই লিখতে ২৫ x ৪=১০০ বছর। সোজা হিসাব! তাহলে কি উনার বয়স কি কেউ এখন আন্দাজ করতে পারছেন?
উনি পেশায় কবিরাজ! কথিত আছে মেডিক্যালের ফার্স্ট ইয়ারেই ইয়ে করে মানে বিয়ে করে ফেলেছিলেন। তবে ফাজিল, বদলোক-জন সন্দেহ প্রকাশ করে বলে: "এসব নাকি বয়েস লুকানোর ফন্দি। বাল্যবিবাহের যুগ কি আর আছে রে, আবুল?" আর তবে আমি এই সব সত্য নিয়ে ঘাটাঘাটি করে বিপদে পড়তে চাই না। উনার আবার এক পালোয়ান হাজবেন্ড আছে। তাই ব্যাক্তিগত নিরাপত্তার খাতিরে ...বিয়ের কত বছর আর সেই বছরের সাথে উনার বয়সের হিসাব মিলালাম না :-&
এবার আসি পাকা হিসাব নিয়ে। আমার আশি বছরের বাবা উনাকে ডাকেন "মা" আর উনি ডাকেন "বাবা লতিফ" বলে। সত্যি কিনা- ওনাকে জিগেস করে দেখতে পারেন। এখন কথা হলো, ছেলের বয়সই যদি ৮০ হয় তাহলে মায়ের বয়স কত? তাহলে তো আন্দাজ করতে পারছেন উনার বয়স কত !!
যাই হোক, মানুষের বয়স নিয়া ক্যাচাল না করে আসেন সবাই মিলে আমাদের এই শতবর্ষী ব্লগারের জন্মদিন সেলিব্রেট করি! কামনা করি আরো একশ বছর বেচে থাকুন এমনি ভাবেই!!
* আমি সারাদিন প্লেনে প্লেনে থাকবো। শুক্রবারে বাসায় পৌছানো আগে হয়তো আপনাদের সাথে সেলিব্রেট করতে পারবো না। অগ্রীম মাফ চেয়ে রাখলাম !! ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১১:২০