মসজিদে খাওয়ানোর ব্যাপার ছিলো। মেনু ছিলো ১৫০ জনের জন্য খাশির বিরানী, একটু সালাদ আর ডিম সিদ্ধ। আর অনুমান করেন তো পাচক কে? ভয় পাইছেন?
এর আগে আসলে একা এত বড় পাক করিনি।যাই হোক, সাহস করে কাচ্চি বিরিয়ানি বসালাম। তিন ঘন্টার জন্য দমে রেখে ডিম সিদ্ধ করতে বসলাম! আর টেকি সম্যুস্যা হইলো ইখানে.... সিদ্ধ হবার আগেই আবিষ্কার করলাম ৫০টাই ভেংগে গেছে!
সুপার মার্কেট থেইকা আবার ৬০টা ডিম কিনে আবার টেরাই দিলাম.... ইয়া হু!! সব ঠিক! নিউটনের আপেলের মত বা আর্কিমিসের চৌবাচ্চার মত আমিও আবিস্কার কর্লাম!
ডিম না ফাটাইয়া সিদ্ধকরনের ফরমুলা!
কোন টেকি পাচক, কুক বা সেফ আচেন যে এই ফরমুলাডা আগেই আবিস্কার কর্ছেন? নাইলে পেটেন্টের দাবী করুম আর কুপিরাইট!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০১