বিড়ি খাওয়া ছাড়ছি সেই জুনের শেষে। অনেক সাধ্য-সাধনার পর। পয়সা দিয়া হিপনোসিস, নিকো প্যাচ, গাম ,$৫০০ দামের ম্যাজিক পিল চ্যামপেক্স কি না? যাই হোক, সাইকোলজিস্ট আর ডাক্তারের হেল্প নিয়ে ছাড়লাম জুনে।
সামনের সপ্তায় বাসায় উড়াল দিবো। একটু একটু করে চাকরীর বাসাটা সাইজ করা শুরু করছি। আজকে বাসা গুছাতে গিয়ে জা্যগা মত হাত পড়লো। দেখি দেড় প্যাকেট বেনসন। সাথে লাইটার! খামু না! আবার মনে হলো দেই একটান!! আবার মনে মনে বললাম খামু না!
শাওয়ার নিয়ে খাওয়া শেষ করে জোস করে কফি বানালাম।বসে চুমুক দিতেই আবার বেনসনের প্যাকেট চোখে ভাসা শুরু হলো। অনেক দোনোমনো করে ধরালাম একটা! একটা টান দিতেই ওরে বাবা!! খক খক করে কাশি। ৫ মিনিট ধরে !! মনেই হলো না আমি আগে কখনো দেড় প্যাকেট বিড়ি খাইতাম। মনে হলো জীবনে বিড়ি দেখিও নাই
হটাৎ মনে মনে খুশী হয়ে গেলাম। প্যাকেট দুইখান পানিতে চুবান দিয়া সোজা রাবিস বীনে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮