* একবার হজরত মুসা (আঃ) আল্লাহ্কে জিজ্ঞেস করলেন হে আল্লাহ্, আপনি যখন খুশি হন তখন কি করেন?
- উত্তরে আল্লাহ্ বললেন, আমি তখন বৃষ্টি বর্ষণ করি।
* তখন মুসা (আঃ) আবার জিজ্ঞেস করলেন, যখন বেশি খুশি হন তখন কি করেন?
- আল্লাহ্ বললেন, তখন আমি তোমাদের কন্যা সন্তান দান করি।
* মুসা (আঃ) আবার বললেন, হে আল্লাহ্, আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন তখন কি করেন? -
তখন আল্লাহ্ বললেন, আমি তখন তোমাদের গৃহে মেহেমান প্রেরন করি।
সুবহাআল্লাহ...
সুতরাং মেহমানদের মেহমানদারি করতে কেও কৃপণতা করবেননা....
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭