গাঁয়ের সেই সুবোধ বালকটির মত,
চৈত্রের ভালোবাসা মাখা রোদেলা বাতাসে
যে খড়ের গাদা টানতো।
অন্তিম আকাশের সূর্যটিকে তাড়িয়ে
ছুটছে মায়ের চুলে সিঁথি আঁকা
আউশের খেত মাড়াতে।
হৃদয়ের যত দুঃখ শ্লোক
বুক চিরে ঢেলে দিয়ে
অশান্ত খানা-খন্দকে।
অবুঝ পল্লীর ভেজা মাটি
পায়ের তলার পাপগুলোকে শুঁশে নেবে।
চপল বনের সবুজ মায়া
দু’ হাতকে বুকে টেনে
আদুরে নিঃশ্বাস দেবে।
জানলার ওপাশে স্তব্দ পুকুরটি
লাজ, ক্ষোভ আর অভিমান ভেঙ্গে
ছোট্র খুকির মত ফুঁপিয়ে উঠবে।
জানি না,
বিদায় বেলার দু’ ফোটা অশ্রু কি হয়
এসবের প্রতিদান?