নম শব্দপুজোর আহম্মক জুড়ি
গং ব্যথা পাচারের মহৎ বড়ি।
মম ভাণ্ডার ফুরোলো চকিতে
তব পাথেয় লয়ে হবে আঁকিতে।
ধুম হয়রান কোণে তল্পিতল্পা
হুম সাজ গোছগাছ অল্পেঅল্পা।
ধ্রামা বাহু দুর্বল নিশি রোদনে
এমা শয়ন টনটন নির্জনে!
ফোঁস কমছে ধ্বণিগুচ্ছ
ঘোষ বাড়ছে বর্ণিত পুচ্ছ।
ঝম সাগর, নদী, আকাশ
ওম চন্দ্র, সূর্য, বাতাস।
আহ প্রেম, বিরহ, পাহাড়
বাহ মৎস্য-পক্ষী সাবাড়!
এই বালিকা, কিশোর, কুমারী
ধেই বাঘ-ভাল্লুক শুমারী।
আরো বিপ্লব, ক্ষুধা, মানবতা
কারো একা, নির্বাসন, বিষণ্নতা।
আছে, উঁকি দিচ্ছেনা দোপাটে
পাছে পঞ্চাগ্নি হয় তামাটে।
ধুর! কদিন চলবে এসবে
ভুর শব্দখেলায় কৈলাস মেশাবে।
ভাবি ইতি টানবে শব্দ চয়ন
যাবি মেলায় মিলবে জোড়া নয়ন।
একি বিষয় শেষ শব্দ শেষ সব!
সে কি! দ্রোহ হবে, ঘুরবে শব্দের নব।