কবিতা তুমি পিঠ চাপড়ে সান্তনা দেয়া মহা মনিষীর বাক্যয়ব।
অশান্ত আকাশের দুর্যোগ আলো, দস্যি কালো মেঘ।
কবিতা তুমি নারী, নদী কিংবা প্রেম জলে ঠাসা হ্রদ,
ভাঙা তরীর কুল ঘেষে দাঁড়ানো মন্টু মিয়ার হাহাকার।
কবিতা তুমি দুঃখ অশ্রু, বিষাদ, হতাশার দাবড়ানো।
সিরিয়াগামী বণিকের ঘোড়ার খুর ধ্বণি।
কবিতা তুমি বিক্ষিপ্ত ভাবনা, পাগলামী ভাব কখনও।
দাড়ি-চুলে ভরা উদাস কবির আকাশে চোখটি লেপটানো ।
কবিতা তুমি বিলাস দুপুর, অথৈ রোদ্দুর।
ছেলেবেলায় গোল্লাছুট আর বৌ-চিতে ভোঁ দৌড়।
কবিতা তুমি শীতের সকালে এক কলসে খেজুর রস।
মায়ের আঁচলে ঘাম মোছা দুরন্ত শৈশব।
কবিতা তুমি মাস্টার চাচার পানের কৌটার মত।
সাধা সিদে এক দিদির ঘোমটায় নাকফুলটি আছে রত।
কবিতা তুমি স্বাধীন আকাশে চিলটির পায়ে ক্ষত।
শ্রান্ত ভুমির তপ্ত তটে ফোটা ফোটা জলের মত।
কবিতা তুমি নিগুড়-সুক্ষ্ণ-বৃত্তের বাইরে চলা।
কবিতা তুমি অনেক বড় হও এ নয় শুধুই বলা।