আমাদের গ্রামের এক মুরব্বীকে সবাই পির বলে ডাকতেন, পাঁচওয়াক্ত নামাজ পড়তেন, মুখে বেশ লম্বা দাড়ি ছিল । একজন মুরব্বী হিসেবে সবার সাথে ভাল ব্যবহার এবং কৃষিজীবী মানুষ হিসেবে প্রচুর পরিশ্রম ছাড়া কখনো ঝাড়ফুঁক,মন্ত্রসাধন, কিংবা ভূত তাড়াতে দেখিনি । তখন বুঝতে পারি তাঁর দাড়ির জন্যই লোকে তাকে পির বলে ডাকতো। এই ভাবে ডাকেতে ডাকেত তাঁর প্রকৃত নাম হারিয়ে যায় । তিনি বেশ কয়েকবছর পূর্বে মারা গেছেন । কিন্তু এখনো অমুক বাড়ির পির বললে সবার চোঁখে উনার স্মৃতিই ভেসে উঠে।
.
আমার পরিচিত একজনকে সবাই লাল বলে ডাকে, তবে সে দেখতে মুটেই লাল কিংবা ফর্সা নয় বরং ছিপছিপে কালো । শুনেছি সে কালো বলেই নাকি ছোটবেলা থেকে তার মা-বাবা এবং আত্মীয়স্বজন তাকে লাল বলে ডাকতেন আর এই ডাকতে ডাকতেই তার প্রকৃত সুন্দর নামটি সেই লালের নিচে চাপা পড়ে গেছে । তার প্রকৃত নাম এখন কেবল ভোটার আইডিকার্ড আর সার্টিফিকেটেই সীমাবদ্ধ।
.
আমার এক দাদাকে সবাই এম.পি বলে ডাকে। এখন উনার নাম বললে অনেকে বলে ঠিক চিনতে পারলামনা, কিন্তু এম.পি বললেই ব্যস হয়ে যায়। কারন আমাদের গ্রামে ঐ একজনমাত্র এম.পি ।
.
দেখতে পুতুলের মতো ছিল বলে মেয়েটিকে আদর করে পরিবারের সবাই ছোটবেলা পুতুল বলে ডাকতো । ডাকতে ডাকতে এমন হয়েছিল যে অন্য নামে ডাকলে তেমন একটা খেয়াল করতোনা কিন্তু পুতুল বলে ডাকলেই দ্রুত সাড়া দিতো । মেয়েটির বিয়ে হয়ে এখন তার নিজেরই পুতুলের মতো একটি মেয়ে। কিন্তু তার পরিচিতরা এখনো তাকে পুতুল বলেই ডাকে।
.
আরো একজনকে চিনি যাকে সবাই চেয়ারম্যন বলে ডাকে যদিও সে কখনো নির্বাচন করেনি কিংবা ঐসব চিন্তাও মাথায় আনেনি তবু ছোটবড় সবাই তাকে একনামে চেয়ারম্যান হিসেবেই চিনে ।
.
একটা বিষয় লক্ষ্য করুন এখানে আমার পরিচিত মাত্র পাঁচজন ব্যক্তির বিষয়ে বলেছি , এভাবে আরো অনেকে আছে যেমন মেম্বার না হয়েও মেম্বার , পরী না হয়েও পরী , মাদ্রাসার ছাত্র না হয়েও মুল্লা। উল্লেখিত কেউই হয়তো নিজের নাম অন্যএকটি নাম বা উপাদির আড়ালে ঢেকে পড়েছে বলে অতটা বিচলিত কিংবা ব্যথিত ছিলেননা বা বিচলিত নয় , কারন এগুলো খারাপ কিছু নয় ।
.
কিন্তু সব কিছুরই ভালমন্দ দুটি দিক আছে। এইসব নামের ক্ষেত্রেও তাঁর মন্দ দিকটি লক্ষ্য করা যায়।
যেমনঃ
.
ছেলেটি কালো বলে লোকো তাকে কালা বলে ডাকে, আর কালো বলে মেয়েটিকে বলে কালী।
.
একজন খুব বেশী হ্যংলা বলে তাকে সবাই কঙ্কাল বলে ডাকে। আর আরেকজন মোট বলে সে পেটলা হিসেবেই স্বীকৃত।
.
পরিচিত/অপরিচিত গরিব ছোট ছেলেদের পিচ্চি বলে ডাকাকে আমরা আমাদের অধিকার বানিয়ে ফেলেছি ।
.
এরকম অগনিত উদাহারন আছে , এসব ক্ষেত্রে যে ব্যাক্তিটিকে এরকম ভাবে ডাকা হয় সে অবশ্যই অনেক বেশী কষ্ট পায় । একটু ভেবে দেখুন আপনার একটু অসেচতনতার কারনে আপনি একজন মানুষকে কতো কষ্ট দিচ্ছেন। আজ যদি আপনাকে কেউ এরকম ডাকে আপনার নিশ্চই ভাল লাগবেনা ।
তাই আসুন আমরা এই সকল নাম বা হেয় উপাদিমূলক নেতিবাচক দিক থেকে বেরিয়ে আসি । শুধু এই বিষয় নয় আমরা প্রত্যেকটি বিষয়ের ভাল দিকটা গ্রহন করে যদি মন্দ দিকটা ত্যাগ করতে পারি তবেই এই সমাজ হয়ে উঠবে সুন্দর আরো সুন্দর।
# চিরকুট
★নাম এবং★
লেখা______এইচ.এম আলমগীর
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫২