তুমি আরো একটিবার আসো
হুম! আরো একটিবার,
আনন্দের স্রোতদ্বারায় নয়
বেদনার নীল ঢেউ হয়ে আসো
আমাকে তলিয়ে দাও,
সহস্র বেদনার নীল ঢেউয়ে।
কেউ না জানুক আমিতো জানি
তোমার দেওয়া কষ্টে কি মর্মগাঁথা ।
তাই আরো একটিবার আসো।
হুম! আরো একটিবার।
,
ভালবাসতে নয়,
কিছু অবহেলা দিতে আসো,
তোমার অবহেলায়
আরো বেশী পুড়তে চাই,
কেউ না জানুক আমিতো জানি
তোমার অবহেলায় কতো যাদু মন্ত্র।
হুম! তাই আরো একটিবার আসো।
,
হাসি নয়, কিছু কান্না দিতে।
চোখের জলের ফোঁটায় ফোঁটায়
ভরে যাবে সাদা কাগজের খাতা,
আর রচিত হবে একেকটি নতুন কবিতা।
আর কিছু না হোক
অন্তত একটি কবিতার জন্য
না-না সুখের নয়,
অন্তত একটা বিরহের কবিতার
জন্য আসো।
হুম! আরো একটিবার আসো।
অন্তত, একটি কবিতার জন্য আসো।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৪০