→বলতো মন্টু এইবার কি খাইনাই?
=হে-হে-হে। একেবারে সোজা কথা, এইবার একটাও রোজা খাননাই।
কেন খাইনাই?
আপনার উপর রোজা ফরজ যে।
,
→বল দেখি এইবার কি দেখবোনা?
=ঈদের চাঁন।
কেনো-কেনো?
ইফতার করতে করতে যখন ফেইসবুকে ঢুকবেন, তখনইতো ঈদের খবর পেয়ে যাবেন। হুদাই-কি তখন চান্দের পিছে দৌড়াবেন?
হমমরে!!!
,
→আচ্ছা বলতো দেখি এইবার কি প্রতিযোগিতা হবেনা?
=গোসল প্রতিযোগিতা।
সেটা আবার কি?
বা-রে, ভুলে গেলেন?
মনে নাই! আগেকার ঈদের আগের রাইতে কে কার আগে গোসল করবেন সেই প্রতিযোগিতা করার জন্য রাতে ঘুমাতেনইনা। আর এখনতো নেট চালাতে চালাতেই ঘুমাই পড়েন। সকালে অনেক কষ্টে সবাই আপনাকে ডেকে তোলে।
হুমমম!!!! (দীর্ঘশ্বাস ফেলে)
,
→বল দেখি এইবার মনে মনে হাসবো কেন?
=হে-হে-হে। আমারো হাসি পাইতেছে। আগে ময়লা লাগার ভয়ে নতুন জুতা পরে বিছানায় হাটতেন। আর এখন জুতা কিনেইতো মাটিতে হাটা শুরো করবেন। বিছানায় জুতা পরে হাটার কথা মনে হলেই আনমনে হাসবেন যে।
,
→বলতো মন্টু এইবার কি লুকাবোনা?
=নতুন জামা-কাপড়।
কখনো লুকিয়েছিলাম নাকি?
=এহ! মনে নাই বুঝি! আগে যখন নতুন জামা পাইতেন তখনতো তা তড়িগড়ি করে আলমারিতে লুকিয়ে রাখতেন। কারন কেউ দেখে ফেললে ঈদ চলে যাওয়ার ভয় ছিল মনে।
,
→উমমম! আচ্ছা বলতো এইবার কি পাবোনা যা আগে পেতাম?
=সেলামি। আর হ্যা, এখন থেকে নতুন সেলামি ওয়ালারা কিন্তু আপনার দিকে দৃষ্টি তাক করবে।
'
→বলতো মন্টু এইবার কিসের শব্দ শুনতে পাবোনা?
=গুড়ি কুটার শব্দ।
→কেন? এখন কি পিঠা হয়না?
=হয়না আবার! অবশ্যি হয়। ময়দা,আটাতো কিনতেই পাওয়া যায়, আর গুড়ি কুটার মেশিনতো আছেই। হুদাই মানুষ কষ্ট করতে যাবে কেন?
অ!ঠিকতো!!!
'
→আচ্ছা। এইবার যা তুই।
হে-হে বুঝছি। এই একটা ব্যপারে আপনি আগে যেমন ছিলেন সবসময় তাই থাকবেন।
কি!-কি সেটা?
পিঠার জন্য অপেক্ষা---- কখন পিঠা হবে আর কখন খাইবেন সেই জন্য পিঠা তৈরির আগে থেকেই অপেক্ষা করবেন। আর জ্বিবে জল টলমল করবে।
,
★ঈদের একাল-সেকাল★
লেখাঃ এইচ.এম আলমগীর
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬