আমি খুঁজেছি তোমায়
ভোরের পাখির সীসে
পাখিদের মাঝে কি লোকালে তুমি ?
অপেক্ষার প্রহর গুনি
হয়তো আসবে গোধূলী বেলায়
চিনতে আপন নীড় ।
আমি দেখেছি পাখিদের ভিড়
সব পাখি ফিরেছে নীড়ে
শুধু তুমি ফিরনি ।।।
.....
খুঁজেছি তুমায় বাগানের ফুলে
যদি ফুল হয়ে কভু ফুটো ।
ফুটেছে গুলাপ , জুঁই , কামিনী
ফুটেছে হাস্নাহেনা ।
শুধু তোমি ফুটোনি হয়ে কোন ফুল।
আমি ভুলি করি বার বার
করে যাই শুধু ভুল ।।
.....
আমি খুঁজেছি তুমায়
এক খন্ড অখন্ড মেঘে
ভেবেছিলাম বৃষ্টি হয়ে ঝরবে
লুটাবে মোর শূন্য বুকে ।
ঝরে ঝর বৃষ্টি ঐ ঝরছে
ভিজেছে মাঠ , গাছের শাখা
সব খানে জলে টুইটুম্বুর
শুধু তুমি ঝরোনি ।।
.....
খুঁজেছি তুমায় কোলাহলে
হাজারো লোকের ভিড়ে
কত শত রঙ্গের মানুষ
কত শত ঢঙের মানুষ
শুধু তুমি নেই , পাইনা তুমায়
তাই ক্লান্ত হয়ে ডুকরে গিলি
তোমার অতীত স্মৃতি।
.....
খুঁজেছি তুমায় সাগরের ঢেউয়ে
যদি দাও কভু ধরা
হয়ে কোন ঢেউ ।
ঢেউয়ের পরে ঢেউ খেলা করে
নুনতা জলে করি জলস্নান
তুমি আসোনি কোন ঢেউয়ে
তাই মন হয়ে যায় ম্লান ।
.....
খুঁজেছি তুমায় তারার মেলায়
খুঁজে খুঁজে হই হয়রান
পলক ফেলিনা কভু
যদি ঝলকে উঠো জ্বলে !
কাটতে কাটতে আঁধার
নিশি কেটে হয় ভোর ।
আমি আবার....
ভোরের পাখিতে খুঁজি
তোমার হারিয়ে যাওয়া সুর ।
বসে বসে ভাবি ,
কোথায় আছো তুমি
আর কতো দূর ?
তুমায় পেতে পাড়ি দিতে হবে
আর কতো পথ ?
কত শত নদী
আর কত সমুদ্দুর ?
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১