চিরকুট-১
শবেবরাত আসবে আর আগরবাতি মোমবাতি কিংবা জেরজেরি বাতি থাকবেনা সেটা কি হয় ? দরজার দুই কোনায় লাগিয়ে রাখতাম আগরবাতি , আর আকাশে দেখতাম কার জেরজেরি বাতি কতদূর যায় ।
.
শবেবরাত মানেই মনে হতো সিন্নি আর সিন্নি , আছরে তোষা আর এশায় আখনি ।
.
শবেবরাতা মানেই ছিল দলবেধে ঘুরাঘুরি , সারা বছরে এই একটি মাত্র রাত ছিল যে রাতে ঘর থেকে বের হওয়া যেত ।
.
মসজিদের মাইকে সূরা বা গজল পাঠ করার আনন্দ । বাড়িতে এসে হাসি মুখে মাকে বলা ও মা আমার পড়া কেমন হয়েছে?
.
শবেবরাত মানে দুস্ত কয় রাকাত নামাজ পড়েছিস ? আয় আরো কয়কে রাকাত পড়ে নেই।
.
দুস্ত তোমরা যদি থাকিস আমিও মসজিদে থাকবো ।
.
শবেবরাত মানেই ছিল জিকিরে জিকিরে রাত পার করে দেওয়া ।
.
সম্মানিত মুসলিম বন্ধুগন । আজ মহা পবিত্র শবেবরাত । ছোট বেলায় না বুঝে এমন কিছু করেছি যার কিছু কিছু টিক ছিলনা , আবার কিছু ছিল খুবই গুরুত্বপূর্ণ।
এখন আমরা সবাই অনেক কিছু বুঝি , শবেবরাতের নিয়ামত সমূহে অবগত । তাই আসুন আল্লাহর কাছে আমাদের গোনাহ গুলোর মাফ চাই । হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন । আমাদের নেক আমল করার তৌফিকতা দান করুন । আমিন ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সকাল ১১:১১