'অমুক সাহেবের কথাই ধরুন, দু'বছর তমুক পত্রিকায় কাজ করে চলে গেলেন টিভি মিডিয়ায়। যেমন আয় তেমন প্রসার। কে না চেনে উনাকে? বলি, উনাকে দেখে শেখা উচিৎ। অমন সাফল্য পেলে আর কিছু লাগে?'
'যখন এ শহরে এসেছিলেন, রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করতেন তমুক ভাই, পরে নিজেই রেস্তোরাঁর ব্যবসায় নেমে গেলেন। এখন শহরে তার তিনটে রেস্তোরাঁ, শুনলুম বিদেশেও নাকি ব্যবসা খুলবেন। রেস্তোরাঁর ব্যবসায় লাভ আর লাভ, দু'টাকার মাল দশটাকায় বেচে ফেলা যায়। হে হে হে।'
'ডাক্তার হচ্ছেন অমুক স্যার, বুঝলেন, রীতিমতো ধন্বন্তরি। রোগীর লম্বা লাইন পড়ে থাকে, শুনলাম ঢাকায় দুটো প্লট, তিনটে ফ্ল্যাট করে ফেলেছেন এই বয়েসে, বুঝুন অবস্থা! ডাক্তার হতে হবে উনার মতো, বুঝেছেন?'
আমি বুঝলাম।
অমুক তমুকের মতো হতে গিয়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলে।
লাভের লোভে এইটে সবচেয়ে বড় ক্ষতি।