কেউ দ্যাখেনি আমার-বিষাদের লাঙ্গল,
দুর্ভিক্ষের মাটি ক্ষয়ে কতো দুপুর ক্লান্তি নামালো,
বুভুক্ষু শরীর,
বয়েসের ভাঙ্গা টানে ঘরের পিছের খালটা গিয়া কপালে ভাঁজ হইলো,
আমার বুক জুড়ে কতশত আলপথ সরলরেখা হইলো,
কখনো ত্রিভুজ, কখনো বক্রাকারে আঙুলের ছাপ গভীরে যন্ত্রণার শেকড় তুইলা নিলো,
না আছে আমার এক মুহুর্ত উদাস ভাবনা,
পরের জমিতে জন্মাইলো আমার যত স্বপন,
ক্ষ্যারের নাড়ায় কোমড় ভাঁজ কইরা-
বুনোফুলের নাম খোঁজা।
আমার বাউল কন্ঠে গায় ঝিঝি পোকা,
জোস্ন্যার আলো পড়লেই দেখি-
আমার পেটটা না শুধু;
বুকটাও যে ভীষণ ফাঁকা।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩