আমার শব্দে ধুঁকে ঈশ্বর হৃদয়,
হৃদয় ধারণের জন্য, তার যে বুক নাই,
প্রেমপত্র রাখবার জন্য আমার ঈশ্বরের যে একটা পকেট কাটা হয় নাই,
আমার ঈশ্বর নিরাকার না হইলে, কেইবা হইতো আমার হাহাকার? আমার ঈশ্বর বিমূর্ত না হইলে,
আমার চাই না এই আলো,
সব হউক অন্ধকার, ভীষণ অন্ধকার।
যদি ঈশ্বর লিখতেন কবিতা, তবে আমি ক্যামনে ভালোবাসতাম তারে?
প্রেমপত্র ঈশ্বর লিখিলে,
আমার কি সাধ্য, তাঁর মাঝে বিরাজিত হয়ে-
আমার ঈশ্বর তাই পাঠক হয়ে,
আমার বুকেই প্রেমিকার স্বর্গ সমাদর করে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩২