অনির্বাণ- আমি ধ্বংস চাই,
জাগতিক আলোর মিছিলে বন্দী কেনো জীবন বন্দনা,
ইটের গাঁথুনির ছন্দঃপতন,
উৎখাত হউক নাগরিক প্রহসন।
প্রতিজ্ঞা আমার ঈশ্বরের,
যে অন্ধকার দিয়েছে,
নিক্ষিপ্ত করেছে ক্ষুদ্র আলো,
জমাট ললাটে ঘর্ম চেতন,
বর্ম ধারণ করব,অনির্বাণ-
আমি ধ্বংস চাই।
নিহত সত্ত্বার শবদেহের কসম,
শঙ্কিত যারা, তবে কেনো এই প্রলুব্ধ জীবন,
সত্যের ত্রিমূর্তি, কংক্রিট স্তম্ভ,
মুক্তি কি?
অনির্বাণ-আমি ধ্বংস চাই।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৬