পৃথিবীর শেষ সিগারেট জমে গ্যাছে দুর্ভিক্ষ পীড়িত ঠোঁটের শুষ্কতায়,
বর্ণাঢ্য আহার্যের অপ্রতুলতা,
উচ্ছিষ্টের উদরপূর্তি- মর্ত হায়নারা,
শকুনের সকাল দ্যাখার প্রমত্ত মিছিলে,
মানবতা কেবলই প্রবাদ কিংবা প্রবঞ্চনা।
স্বপ্নদ্রষ্টার নির্ঘুম রাতের আড়ষ্টতা,
শরীর খসানো চোষক কীটে উর্বর জাগতিক ভাবনারা,
সময়ের পদাতিক সৈন্যদল-
সংগ্রাম নিভৃত সশস্ত্র গোলাবারুদে উর্বর স্বজাতিরা,
যুদ্ধ বিহ্বল জাতীয়তাবাদ।
পৃথিবীর গর্ভজাত সন্তান প্রসবকারী,
প্রার্থনার কারিগর, অন্ধকারে প্রচ্ছন্ন আলো খোঁজে-
প্রশ্ন করে আসমানের নিমিত্তে,
বলো, হে জগত! আলোকিত কারা?
স্বয়ংসম্পূর্ণ ঈশ্বরের বিষাদশূণ্য বচন,
তোরা মানুষ হলে তবে-
আমি পরমেশ্বর,
নাভিমূলে লেহ্বন কিংবা আস্বাদন।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৫