বরাবরের মত লড়াইটা পেটের,
মানবিক বিপর্যয় তো আমার ঐতিহ্যের,
দু'বেলা অন্ন চাই-
পেটের দায় যে জাতির তার আবার রোগবালাই।
কাষ্ঠ, শীর্ণ মরা লাশটা শকুনেও খায় না,
ঘরের নিচে মাটি কোপাইলে তার আবার জাত যায়-
ক্ষুদিরামরে দাও আবার ফাঁসি,
হাসিহাসি পরবে ফাঁসি- দেখবে নাকি ভারতবাসী?
বিপ্লবের নামে ক'বার মরব, শুয়োর?
অনেকদিন ভাত খাই না,
এইবারতো চেতনার চুলোয় আগুন দে,
নয়তো ফুটন্ত জলে আমারেও সিদ্ধ করে নে।
মাদারচোদেরা! তোরা নেতা হবার আগে, মাটি কোপা;
আমার বাপ-দাদার শরীরে তেল জন্মাইছে,
ভাগ কইরা নে-
তাও আমারে দু'বেলা খাওয়া।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৩